Barak Updates

বর্ষপূর্তিতে বরাক বুলেটিন করবে ক্যুইজ, বক্তৃতা
Quiz, Panel Discussion to mark 1 year completion of Barak Bulletin

১ ফেব্রুয়ারিঃ ‘ওয়ে টু বরাকে’র ৬ মাস আগে আত্মপ্রকাশ করেছিল আরেক ওয়েবপোর্টাল ‘বরাক বুলেটিন’। ১ ফেব্রুয়ারি তাদের এক বছর পূর্ণ হয়েছে।  একে উপলক্ষ করে আগামী রবিবার দিনভর অনুষ্ঠান রেখেছেন তারা। ক্যুইজ, দুই দফা বক্তৃতা, নাচগান। সামগ্রিকভাবে নাম দেওয়া হয়েছে অ্যাসপায়ারিং বরাক। সকাল সাড়ে ১০টায় ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে এর সূচনা হবে। এ পর্যন্ত মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান তাতে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছে।

কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরিও এই অনুষ্ঠানে বক্তৃতা করবেন। থাকবে তাঁর একটি মুখোমুখি সাক্ষাতকারও। সাক্ষাতকার নেবেন কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান জয়দীপ বিশ্বাস। জয়দীপবাবু সে দিন এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উপর আয়োজিত এক আলোচনাও সঞ্চালনা করবেন। অংশ নেবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপচন্দ্র নাথ, এনআইটি শিলচরের ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিনয়কৃষ্ণ রায়, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া, হাইলাকান্দি এসএস কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিলালউদ্দিন লস্কর, শিলচর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষা মন্দিরা দাশগুপ্ত।

আরেক আলোচনায় অংশ নেবেন যুগশঙ্খ, সাময়িক প্রসঙ্গ ও প্রান্তজ্যোতির তিন সম্পাদক ক্রমে অরিজিত আদিত্য, তৈমুর রাজা চৌধুরী ও পরেশ দত্ত এবং বরাক ভ্যালি সিমেন্টের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট মুকেশ আগরওয়াল ও পোদ্দার টয়োটার ডিরেক্টর বিবেক পো্দ্দার। বিষয়ঃ দ্য ইমপর্টেন্স অব মিডিয়া ইন ডিজিটাল এজ। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য বরাক উপত্যকার বিকাশে তাঁর নিজস্ব মতামত তুলে ধরবেন। তাঁর সঙ্গে মুখোমুখি কথা বলবেন শিলচর মেডিক্যাল কলেজের রেজিস্ট্রার, মনোরোগ বিশেষজ্ঞ হিমব্রত দাস। সুবিমলবাবুর সংস্থা ‘যুক্ত’ এই বর্ষপূর্তির অনু্ষ্ঠানের টাইটাল স্পনসরার, জানিয়েছেন বরাক বুলেটিনের নির্বাহী সম্পাদক অর্চনা ভট্টাচার্য। তাঁর দাবি, ১৫০টি দেশে বরাক বুলেটিনের ৫ লক্ষের বেশি ইউনিক ভিউয়ার্স রয়েছে। পাঠক ১০ লক্ষেরও বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker