Barak UpdatesHappeningsBreaking News
রামনগরে গড়ে উঠছে লায়ন্সের অপথালমোলজি ইনস্টিটিউট
ওয়ে টু বরাক, ১৯ জুন ঃ লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে শহরের রামনগরে গড়ে উঠছে ইনস্টিটিউট অব অপথালমোলজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। ডনবস্কো স্কুলের পাশে ৫ বিঘা জমির উপর ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই ইনস্টিটিউটের ভবনটি হবে ৬ তল বিশিষ্ট। ইতিমধ্যে এর শিলান্যাসও হয়ে গেছে। রবিবার শাস্ত্রীয় রীতি মেনে এর শিলান্যাস করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ ও লায়ন্স ৩২২ডি-র ডিস্ট্রিক্ট গভর্নর বলরাম সিং রাঠোর।
এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্সের পরবর্তী ডিজি নির্মলকুমার ভোরা, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, এই প্রকল্পের চেয়ারম্যান সুমন্ত্রসারথি এন্দো প্রমুখ।
উল্লেখ্য, এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ শেষ করতে সময়সীমা ধরা হয়েছে ৩ বছর। তবে লায়ন্স কর্তৃপক্ষ গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোর শেষ করে এক বছরের মধ্যে আংশিক চালু করার লক্ষমাত্রা রেখেছেন। এই ইনস্টিটিউটে চোখের সব ধরনের আধুনিক চিকিতসার ব্যবস্থা থাকবে। এছাড়া আই ব্যাঙ্কের ব্যবস্থাও রাখা হবে।