Barak Updates
ফরেনার্স ট্রাইব্যুনালে নিয়োগের পরীক্ষায় অসমিয়ায় প্রশ্ন, বিক্ষোভQuestion paper of written exam for appointment in Foreigners’ Tribunal set in Assamese, protest at Silchar
১১ আগস্টঃ ‘ফরেনার্স ট্রাইবুনাল’-এর বিভিন্ন পদে নিয়োগের জন্য রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে লিখিত পরীক্ষা হয়। তাতে ৮০ শতাংশ প্রশ্ন অসমিয়া ভাষায় করা হয়। বাকি ২০% ইংরেজিতে। রাজ্য ভাষা আইন অনুসারে বরাক উপত্যকার সরকারি ভাষা হল বাংলা। ওই ভাষায় প্রশ্নপত্র ছাপাই হয়নি । তাতে সরকারি ভাষা লঙ্ঘন করা হয়েছে বলে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন সংস্থা-সংগঠন।
শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে শহরের সচেতন নাগরিকরা আন্দোলে সামিল হন। বক্তারা একে পরিকল্পিত বলে উল্লেখ করেন। তাঁদের কথায়, রাজ্যের উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তি অ-অসমিয়া ভাষিক গোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিতে চায়। তাই বরাক উপত্যকায় ভাষা আইন লঙ্ঘন করে জোর করে অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে । একজন সচেতন নাগরিক হিসেবে এর প্রতিবাদে গর্জে উঠা ছাড়া কোন উপায় নেই ।
রবিবার বিকেল ৫ টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল, এম শান্তি কুমার সিংহ, গৌরী দত্তবিশ্বাস, নীহারেন্দু পুরকায়স্থ, আশি চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, ফারুক লস্কর, অমিতাভ দেব চৌধুরী,নির্মল কুমার দাস, জয়দীপ ভট্টাচার্য, এম এম হানিফ লস্কর, কমল চক্রবর্তী,সুব্রত চন্দ্র নাথ,সঞ্জীব দেব লস্কর ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক অজয় রায় । আজকের প্রতিবাদ সভা থেকে দাবি উত্থাপন করা হয়েছে, ফরেনার্স ট্রাইবুনালে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা পুনরায় নিতে হবে এবং সেখানে বরাক উপত্যকার পরীক্ষার্থীর জন্য বাংলায় প্রশ্নপত্র তৈরি করতে হবে ।