NE UpdatesBarak UpdatesBreaking News

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ইঞ্জিনিয়ার
PWD Executive Engineer caught red-handed while taking bribe

২৮ ফেব্রুয়ারি : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন এক ইঞ্জিনিয়ার। একটি বিল পাস করতে এক ঠিকাদারের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে রাজ্য সরকারের দুর্নীতি নিবারক শাখা। শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয় তেজপুর পূর্ত বিদ্যুৎ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার নারায়ণ চন্দ্র দে-কে।

এ দিন এই অভিযানে নেতৃত্ব দেন এসপি সুমিত শর্মা। পুলিশ। সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ইঞ্জিনিয়ার কিছু বৈদ্যুতিক কাজকর্মের বিপরীতে একটি বিলে অনুমোদন জানানোর জন্য ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন। ঠিকাদার তেজপুর কার্যনির্বাহী বাস্তুকারের কার্যালয়, ঢেকিয়াজুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বিশ্বনাথ চারিয়ালি সিভিল হাসপাতালে এই কাজগুলো করেছিলেন। এ দিন দাবি অনুযায়ী বিল পাস করাতে এই অর্থ ইঞ্জিনিয়ারকে দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুর্নীতি দমন শাখা ওত পেতে ছিল। ইঞ্জিনিয়ার ওই ঠিকাদারের কাছ থেকে অর্থ নেওয়ার সময়ই তাকে ধরে ফেলেন আধিকারিকরা।

শনিবার এই ইঞ্জিনিয়ারকে গুয়াহাটির বিশেষ আদালতে তোলা হবে। তার কাছ থেকে ঘুষের ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে, দুর্নীতি নিবারণ শাখার অফিসাররা এ দিন তেজপুর ও গুয়াহাটিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশিও চালান বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker