Barak UpdatesBreaking News

পুলওয়ামাঃ বরাতজোরে বেঁচে গেলেন বুধুরাইলের বাবলু
Pulwama attack: Bablu from Budurail had a narrow escape

১৯ ফেব্রুয়ারিঃ গত অক্টোবরে নলবাড়ি থেকে জম্মুতে যান শিলচরের শহরতলি বুধুরাইলের বাবলু দাস। শুধু বাবলুই নন, পুরো ব্যাটেলিয়নকে নিয়ে যাওয়া হয় সেখানে। ১৪ বছর ধরে বাবলু রয়েছেন সিআরপি-তে। কিন্তু এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি আগে কখনও। স্রেফ বরাতজোরে বেঁচে গেলেন গত ১৪ ফেব্রুয়ারি।

Rananuj

পুলওয়ামা বিস্ফোরণের সময় সিআরপি কনভয়ে ছিলেন বাবলুও। যে দুই গাড়ি বিস্ফোরণে প্রায় টুকরো টুকরো হয়ে যায় তার একটিতেই উঠেছিলেন বাবলু। হঠাত মনে হয়, জলের বোতলটি ফেলে এসেছেন। নেমে জল নিয়ে গাড়িতে উঠে দেখেন, তাঁর সিটে আরেক জওয়ান বসে গিয়েছেন। বাবলু চলে যান এর চার গাড়ি পেছনে।

এ কথা জেনেই বুধুরাইলের বাসিন্দারা বলেন, বড় ভাগ্যের কথা। বাবলুর স্ত্রী সুপর্ণা দেবী বলেন, ভাগ্য তো বটেই। ঠাকুর আমাদের প্রার্থনা শুনেছেন। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় টিভি খুলতেই পুলওয়ামা বিস্ফোরণের খবর জেনে যান তিনি। কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে থাকে ৭ বছরের বর্ষা, আড়াই বছরের দেবব্রতও।

বারবার তাঁরা ফোন করছিলেন বাবলুর নম্বরে। কিন্তু কিছুতেই লাগছিল না। দুশ্চিন্তাটা বেড়েই চলছিল। এরই মধ্যে বাবলু মাঝরাতে ফোন করলেন, আমার কিচ্ছু হয়নি।

February 19: On last October, Bablu Das a resident of Budurail in the outskirts of Silchar went to Jammu from Nalbari. Not only Babul but the entire battalion was taken there. Bablu is a CRPF jawan since the last 14 years. But he never faced such a critical situation before. He was saved on that frightful day of 14 February by means of sheer luck. During the massive blast at Pulwama, Bablu was also present in the convoy vehicle. He was in one of the two vehicles which were shattered into pieces.

All of a sudden, Bablu found that he has left his water bottle. When he came back with his water bottle, he saw that another CRPF jawan was seating on his seat. As such, Bablu went and boarded another bus which was fourth in number the convoy.

Bablu Das of Budurail said “It is nothing but sheer luck for which I am alive today.” His wife Suparna too said, “What can you call it? It is certainly fate. God has listened to our prayers.” In the evening Bablu’s wife Supriya saw in the television the massacre which took place at Pulwama. She at once was in all tears. His 7 years old girl Barsha and 3 years old son Debabrata too were in tears.

They tried time and again to contact Bablu in his mobile, but the network was not available. Tension was mounting with every passing minute. In the midnight, all of a sudden Bablu rang and said, “Don’t worry, I am fine.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker