CultureBreaking News
ইউটিউবে মুক্তি পেয়েছে বিক্রমজিতের পুজোর গানPuja numbers of Bikramjit released on YouTube
২১ সেপ্টেম্বর : পুজোর মুখে ইউটিউবে মুক্তি পেলো বিক্রমজিতের তিনটি গান। মঙ্গলবার শিলচরের ইলোরা হেরিটেজে এক অনুষ্ঠানে এই গানগুলো আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।
এ উপলক্ষে এক ছিমছাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য, মঞ্চের সম্পাদক অজয় রায়, বিশিষ্ট অভিনেতা তমাল বণিক, নাট্যকার শেখর দেবরায়, বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, রূপমের সম্পাদক নিখিল পাল, মিলন চন্দ্র চৌধুরী প্রমুখ। ছিলেন শিল্পীর বাবা অভিজিৎ করও। মূলত তাদের হাত দিয়েই এ দিন এই গান তিনটি মুক্তি পায়।
বিক্রমজিত এ বার একটু অন্যস্বাদের গান গেয়েছেন। এর মধ্যে রয়েছে, ‘কিছুদিন মনে মনে’, নিজের কথা ও সুরে দেবী দুর্গার একটি আগমনী গান এবং তাঁর গাওয়া ঝুমুর গানগুলোর একটি কোলাজ। এই গানগুলোর মিউজিক অ্যারেঞ্জ করেছেন নিরুপম বড়ভূইয়া ও রণবীর সিনহা। বাঁশি বাজিয়েছেন রোশন এবং ভিডিওগ্রাফি করেছেন অরিন্দম গোয়ালা ও অভিষেক রায়। গানের রেকর্ডিং হয়েছে শিলচরের স্টুডিও রিতিকায়।
ইতিমধ্যেই বিক্রমজিতের মোট ১০টি অ্যালবাম মুক্তি পেয়েছে। এই সংকলনগুলো বাজারেও যথেষ্ট সমাদৃত হয়েছে। বিক্রমজিত বলেছেন, তরুণ প্রজন্ম ইউটিউবে গান শুনতে আজকাল বেশি অভ্যস্ত বলেই তাঁর গানগুলো ইউটিউবে মুক্তি পাচ্ছে। গত বছরও পুজোর মুখে তাঁর দুটি গান ইউটিউব-এ মুক্তি পেয়েছিল। বিক্রমজিত গত কয়েক বছরে বেশ কয়টি একক অনুষ্ঠানও আয়োজন করেছেন।