SportsBreaking News
প্রকাশিত হল খেলার সময়-এর শারদ সংখ্যাPuja episode of sports magazine ‘Khelar Somoy’ released
৩ অক্টোবর: শিলচরের ক্রীড়া ম্যাগাজিন খেলার সময়-এর শারদ সংখ্যা প্রকাশিত হল বুধবার। শিলচর ডি এস এ-র ক্রিকেট প্যাভিলিয়নে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হয় শারদ সঙ্কলনটি। শিলচর ডিএসএ সভাপতি বাবুল হোড়, সহসচিব অজয় চক্রবর্তী, চন্দন শর্মা, বিজেন্দ্রপ্রসাদ সিং, ক্রীড়া অনুরাগী সত্যব্রত রায়, শঙ্কর দাস ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অরিজিৎ গুপ্ত-রা ম্যাগাজিনের শারদ সংখ্যা উন্মোচনের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন।
এদিন এই উন্মোচন উপলক্ষে একটি একক বক্তৃতাও ছিল। এতে ‘শিলচরের আসন্ন ক্রিকেট মরশুম, প্রত্যাশা ও সম্ভাবনা’ এই বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রাক্তন ক্রিকেটার তথা সংগঠক বিজেন্দ্রপ্রসাদ সিং। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ পেশ করেন খেলার সময়-এর সম্পাদক তাজ উদ্দিন।
প্রসঙ্গত, খেলার সময় ম্যাগাজিনটি ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে। এবং এই মুহূর্তে এটা বরাকের একমাত্র ক্রীড়া ম্যাগাজিন, যা নিয়মিত প্রকাশিত হয়। গত, ক্রিকেট বিশ্বকাপের সময় প্রকাশিত হয়েছিল এই সাময়িকীর বিশ্বকাপ ২০১৯ সংকলন। আর, এবার প্রকাশিত হল শারদ সংখ্যা। বইটি আবাহন, বাতায়ন, রাষ্ট্রীয় সংবাস সংস্থা ইত্যাদি দোকানে পাওয়া যাবে বলে জানিয়েছেন তাজ উদ্দিন।