Barak UpdatesBreaking News
আদালত প্রাঙ্গণে মহাষ্টমীতে কুমারী পূজা, উদ্যোক্তা জেলা প্রশাসনPuja at court premises saw active participation of DC Cachar & his team
১৬ অক্টোবরঃ সরকারি টাকা খরচ না হলেও অসমে দু-দু’টি পুজো হয় প্রশাসনেরই উদ্যোগে। দুটোই কাছাড় জেলায়। শিলচর আদালত প্রাঙ্গণের পুজোয় সভাপতির দায়িত্ব পালন করেন জেলাশাসক। তিনিই পুজোর সঙ্কল্প-মন্ত্র পাঠ করেন। আরেকটা পূজা হয় সোনাই সার্কল অফিসে। সার্কল অফিসারই সেখানকার সভাপতি। অফিসপাড়ার বাসিন্দারা ওই পুজো শুরু করেছিলেন। কয়েক বছর চালানোর পর অক্ষমতা প্রকাশ করলে সার্কল অফিসের কর্মচারীরা সে দায়িত্ব গ্রহণ করেন।
প্রথমদিনেই জেলা প্রশাসন পরিচালিত শিলচর আদালত প্রাঙ্গণের পুজোয় কাজকর্ম করলেন জেলাশাসক এস লক্ষ্মণন। তাঁর নামেই দুর্গাপুজোর সঙ্কল্প পাঠ হল। তিনি উৎফুল্ল।
শিলচর আদালত প্রাঙ্গণের পুজোর সূচনা ১৯৬৫ সালে। তখন জেলাশাসকই ছিলেন জেলা বিচারক। এখন অবশ্য বিচার বিভাগ আলাদা। সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিক্রমজিৎ চক্রবর্তী জানান, অফিসের সবাই পুজোয় সামিল হন। অন্য ধর্মাবলম্বীরাও স্বেচ্ছায় চাঁদা দেন। জেলাশাসকরা পুজোর দিনগুলোতে সকলের সঙ্গে মিশে আনন্দ করেন। বিভিন্ন সময়ে তাঁরা বিশেষ ভূমিকাও পালন করেন। গৌতম গঙ্গোপাধ্যায় জেলাশাসক থাকার সময়ে যেমন ঢাক-বাদ্যে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়। হরেন্দ্রকুমার দেবমহন্তের আমলে তাঁর স্ত্রী নিজস্ব খরচে টাইলস দিয়ে পুজোমণ্ডপ সাজিয়ে তোলেন।
জেলা প্রশাসনের পুজোর আরেক বৈশিষ্ট্যে, মহাষ্টমীতে সেখানে কুমারী পূজা হয়। এ বারও বুধবার এই পূজা হবে। বেলা ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪৯ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপূজা। এর পরই কুমারী পূজা হবে বলে দুর্গোতসব কমিটির সাধারণ সম্পাদক প্রণয় চক্রবর্তী জানিয়েছেন।
The inhabitants of the area adjacent to Circle office, Sonai started this puja. However, after a few years, they expressed inability to continue further with this puja. It was then that the employees of the Circle Office took the responsibility of performing this puja.
On the very first day of Durga Puja, Dr. S. Lakshmanan was seen in a very enthusiastic mood and he participated in all the rituals of the puja. His long presence in the puja pandal was a source of inspiration for the employees.
The puja at Silchar court premises started in the year 1965. At that time, the Deputy Commissioner. used to be the District Judge. Speaking to way2barak, Bikramjit Chakraborty, General Secretary of All Assam District Administration Employees Association said that all employees of the office irrespective of caste and creed participate in this puja. the expenses of the puja are met up by collecting contribution from all officers and staff of district administration. He further said that many of the erstwhile Deputy Commissioners played a vital role during the puja. At the time of Gautam Ganguly, special emphasis was laid on the playing of ‘dhak’. On the otherhand, the wife of Harendra Kumar Deb Mohanta gave money at her personal level for fitting tiles in the ‘puja mandap.’
Another characteristic feature of this puja is that on the day of Maha Ashthami, they perform ‘Kumari Puja.’ This year too Kumari Puja will be performed on Wednesday afternoon. This was informed by the Pronoy Chakraborty, General Secretary of the puja committee.