Barak UpdatesBreaking News

ওএনজিসিতে স্থানীয়দের নিয়োগ চেয়ে শ্রীকোণায় ধর্না
Protest demonstration at Srikona in demand of jobs for local people in ONGC

৩ সেপ্টেম্বর : ওএনজিসি বরাকের চাকরি প্রার্থীদের বঞ্চিত করে বাইরে থেকে নিযুক্তি দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শ্রীকোণা। এ নিয়ে মঙ্গলবার ওএনজিসি কাছাড় প্রজেক্টের সামনে শতাধিক যুবক-যুবতী আন্দোলনে সামিল হন। তাঁরা স্থানীয়দের নিয়োগের দাবি জানিয়ে ধর্না প্রদর্শন করেন। তাদের দাবি, বরাক উপত্যকার প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করতে হবে। পরে সেখানে হাজির হন ওএনজিসির কর্মকর্তারা।

তাঁরা আন্দোলনকারীদের আশ্বাস দেন যে, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। জেনারেল ম্যানেজার প্রকাশ ঝাঁ বলেন, তিনি এ ব্যাপারে নাজিরা ও দিল্লি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এরপর অবশ্য আন্দোলনকারীরা ধর্না প্রত্যাহার করে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker