India & World UpdatesAnalyticsBreaking News

৬৪ বিমানে ১৪,৮০০ ভারতীয় ফিরছেন দেশে, প্রক্রিয়া শুরু
Process started to bring back 14,800 Indians in 64 flights from abroad

৫ মে : করোনা ভাইরাস সংক্রমণের জন্য লকডাউন চলতে থাকায় বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর সংখ্যক ভারতীয় আটকে রয়েছেন। শুধুমাত্র বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায়ই এঁরা দেশে ফিরতে পারেননি। এ বার আটকে পড়া এই ভারতীয়দের আকাশ ও জলপথে নিয়ে আসার ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম সপ্তাহে ১৩টি দেশ থেকে ৬৪টি বিমানে করে ১৪ হাজার ৮০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়া ও মালদ্বীপে আটকে পড়াদের ফেরাতে নৌ-বাহিনীর তিনটি জাহাজ রওনা দিচ্ছে।

Rananuj

বলা হয়েছে, প্রথম দিন ১০টি বিমানে মোট ২৩০০ জন ভারতীয়কে নিয়ে আসা হবে। ভারত থেকে আমেরিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, ইংল্যান্ড, সৌদি আরব, কাতার, ওমান, বাহারিন ও কুয়েতে যাবে। পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় দিন নয়টি দেশ থেকে ২০৫০ ভারতীয়কে নিয়ে চেন্নাই, কোচি, মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও দিল্লিতে বিমান অবতরণ করবে। এরপরের দিনও মধ্য প্রাচ্য, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া ও আমেরিকায় থাকা মোট ১৩টি দেশ থেকে সমসংখ্যক যাত্রী নিয়ে বিমান অবতরণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker