Barak UpdatesBreaking News
শিলচর প্রেস ক্লাব পুনর্গঠনে নতুন করে প্রক্রিয়া শুরু
Process of reorganising Silchar Press Club started, 7-member committee formed

৩০ জুলাইঃ বহুদিন থেকে মূল স্রোতের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের একটা বড় অংশ বয়কট করে আসছিল শিলচর প্রেস ক্লাবের যাবতীয় কর্মকাণ্ড। বছরের পর বছর একই কমিটি বহাল ছিল ওখানে। মাঝখানে একে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও বৃথা যায়। সিনিয়র সাংবাদিক সনৎ কৈরি সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর বর্তমান কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।
শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে প্রায় ষাট জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক গিয়ে হাজির হন প্রেস ক্লাবে। ওখানে গিয়ে সাধারণ সম্পাদক শংকর দে-র উপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে ঠিক হয়, সাত জনের একটা আহ্বায়ক কমিটি গঠন করা হবে এদিন, যে কমিটি আগামী এক মাসের মধ্যে প্রেস ক্লাবকে ঢেলে সাজানোর কাজ করবে।
সদস্য নিয়োগ ছাড়াও সভা আয়োজন করে নতুন কমিটি গঠনের কাজ করবে ওই আহ্বায়ক কমিটি। প্রেস ক্লাবের সংবিধান মেনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পারবে ওই কমিটি, এমনই সিদ্ধান্তে সিলমোহর দেন সাংবাদিকেরা।
