Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে দুই শহিদ পরিবারকে সম্মাননা শিল্পাঙ্গনের
ওয়ে টু বরাক, ১৩ আগস্ট ঃ স্বাধীনতার ৭৫ বছর পূর্তির বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। “মেরা মাটি মেরা দেশ, মিট্টি কো নমন বীরো কা বন্দন” কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের প্রতিটি রাজ্যের পুরসভা ও গ্রামীণ এলাকায় স্থানীয় স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ বীরদের সম্মান জানানোর পাশাপাশি অন্যান্য কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
সিআরপিএফ-এর দুই বীর শহিদ যথাক্রমে শিলচরের সমীরণ গোস্বামী এবং অনুকূল চক্রবর্তীর পরিবারকে শিল্পাঙ্গন এনওয়াইকেএস কাছাড় এবং সিআরপিএফ দয়াপুর-এর পক্ষ থেকে তাঁদের শ্রদ্ধা স্মারক এবং প্রতিকৃতি তুলে দেওয়া হয়। সহযোগিতায় ছিল বাংলা সাহিত্য সভা শিলচর শাখা।
শহিদ সমীরণ গোস্বামী ও শহিদ অনুকুল চক্রবর্তীর তারাপুরের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানোদে। শিল্পাঙ্গনের পক্ষ থেকে দু’জন শহিদের ছবি এঁকে তাঁদের পরিবারের হাতে তুলে দেন। দয়াপুর সিআরপিএফের আধিকারিক রতন কুমার ভৌমিক সহ অন্য জওয়ানরা দু’জন শহিদের প্রতি স্যালুট জানান। এ দিন উপস্থিত ছিলেন শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ এবং অন্যান্য সদস্যরা। বাংলা সাহিত্য সভা অসম শিলচর সমিতির সভাপতি সমরবিজয় চক্রবর্তী, সদস্য পার্থ দাস, রাজ্য সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সমীরণ গোস্বামী শহিদ হন ১৯৮৮ সালের ২৭ মার্চ। ২১ বি কোম্পানি সিআরপিএফের জওয়ান ছিলেন তিনি। দার্জিলিঙে কর্মরত অবস্থায় গোর্খা জঙ্গিরা হত্যা করে তাঁকে। প্রয়াত ননীগোপাল গোস্বামী ও স্বর্ণবালা গোস্বামীর পুত্র ছিলেন সমীরণবাবু। সমীরণবাবুর স্ত্রী প্রয়াত মীনা গোস্বামী। নিঃসন্তান ছিলেন তিনি। এ দিকে শহিদ অনুকুল চক্রবর্তী ২৬ ব্যাটেলিয়ন সিআরপিএফে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৭ সালের ১৮ আগস্ট পঞ্জাবে কর্মরত অবস্থায় খালিস্তানি জঙ্গিরা হত্যা করে অনুকুলবাবুকে। তাঁর স্ত্রী হেনারানি চক্রবর্তী।