NE UpdatesAnalyticsBreaking News
ব্রিটিশের প্রথার বিলুপ্তি, বিধানসভায় নামাজের জন্য আর বিরতি নয়
গুয়াহাটি, ৩০ আগস্ট : অসম বিধানসভার অধিবেশনে শুক্রবার এক বড়সড় সিদ্ধান্ত গৃহীত হলো। বিধানসভার অধিবেশনের শেষ দিনে ব্রিটিশের সময় থেকে চলে আসা একটি পরম্পরা সর্বসম্মতিক্রমে বিলুপ্তি ঘটানো হয়। এখন থেকে আর শুক্রবার বহুদিন ধরে চলে আসা নামাজের জন্য দু’ঘণ্টার বিরতি থাকবে না। অন্যান্য দিনের মতো শুক্রবারও সদন পরিচালিত হবে। বিধানসভার পরবর্তী অধিবেশন থেকে এই নিয়ম কার্যকর হবে।
এ ব্যাপারে বিধায়ক বিশ্বজিৎ ফুকন বলেছেন, সৈয়দ সাদুল্লার সময় থেকে চলে আসা একটি নিয়মের আজ বিলুপ্তি ঘটল। বিধানসভার আগামী অধিবেশন থেকেই এই নিয়ম কার্যকর হবে। বিধানসভায় বিধায়ক আমিনুল ইসলাম এ বিষয়টি উত্থাপন করেছিলেন। শুক্রবার বেলা 11:30 থেকে নামাজের জন্য বিধানসভার অধিবেশনে বিরতি দেওয়ার ব্যবস্থা ব্রিটিশের সময় থেকে চলে আসছিল। দেশের অন্য কোনও রাজ্যে এই নিয়ম কার্যকর নয়।
বিধায়ক ফুকন বলেন, বিধানসভার নিয়মাবলির রুল ১১ সংশোধন করে নামাজের জন্য থাকা বিরতির বিলুপ্তি ঘটানো হয়। এতে অবশ্য কেউ কোনও আপত্তি করেননি।