Barak UpdatesBreaking News

প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্ত দিলেন ইউবিআই কর্মীরা
UBI employees donate blood on their foundation day

১৯ ডিসেম্বর: ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর রংপুর শাখায় উদযাপিত হয়| বৃক্ষরোপণের মধ্য দিয়ে এর সূচনা করেন চিফ রিজিয়নাল ম্যানেজার মুকেশ কুমার| পরে কেক কেটে ব্যাঙ্কের জন্মদিন উদযাপনে মেতে ওঠেন সর্বস্তরের কর্মীরা| আগে থেকেই অবশ্য রংপুরের পুরো ব্যাঙ্কচত্বর বেলুনে বেলুনে জন্মদিনের আবহ তৈরি করা হয়| শুভদিনটিকে সমাজের কল্যাণে কাজে লাগাতে চেষ্টার ত্রুটি রাখেননি ব্রাঞ্চ ম্যানেজার সুপ্রদীপ দত্তরায়| আয়োজন করেন রক্তদান শিবির ও এই বিষয়ক সচেতনতা সভার| আলোচনায় অংশ নেন মুকেশ কুমার ও বরাক ব্লাড ব্যাঙ্কের কর্ণধার প্রদীপ বণিক| উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এডিসি মঞ্জুর আহমেদ লস্কর, সমাজকর্মী শ্যামাপদ রায়, আজমল হোসেন লস্কর, সেলিম আহমেদ লস্কর, নিলয় পাল, দেবব্রত দাস প্রমুখ| শুধু রক্তদান মহৎ কাজ বলেই দায় সারেননি তাঁরা| নিজেরা রক্ত দেন, পরিবারের সদস্যদেরও রক্ত দিতে নিয়ে আসেন| মোট ৪২জন এদিন রক্তদান করেন

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, মনোজিৎ কুমার সরকার-সুস্মিতা সাহা সরকার এবং দেবতনু বিশ্বাস-মৌপি দেব পুরকায়স্থ দম্পতি| মনোজিৎবাবু ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার| রক্ত দিলেন তাঁর স্ত্রী গৃহবধূ সুস্মিতাদেবীও| সুস্মিতাদেবী প্রথমবার রক্ত দিলেন| বললেন, বেশ ভয় করছিল| কিন্তু রক্ত দিয়ে দেখি, ওইসব কিচ্ছু নয়| তিনি সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান|

অন্যদিকে, ব্যাঙ্ককর্মী মৌপিদেবীও স্বামী-স্ত্রী মিলে রক্ত দিতে প্রস্তুত ছিলেন| কিন্তু তাঁর হিমোগ্লোবিন কম থাকায় সম্ভব হয়নি| দিয়েছেন তাঁর স্বামী দেবতনু বিশ্বাস| এই রক্তদান শিবিরকে সার্থক করে তুলতে সহযোগী ভূমিকায় ছিল রেডক্রশ সোসাইটি এবং বরাক ব্লাড ব্যাঙ্ক|

প্রসঙ্গত, কুমিল্লা ব্যাঙ্কি‍ং করপোরেশন লিমিটেড, বেঙ্গল সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কুমিল্লা ইউনিয়ন ব্যাঙ্ক এবং হুগলি ব্যাঙ্ক লিমিটেডকে একসঙ্গে মিশিয়ে ১৯৫০ সালের ১৮ ডিসেম্বর তৈরি করা হয় রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া| পরবর্তী সময়ে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় তেজপুর ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক এবং কটক ব্যাঙ্ক লিমিটেডকে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker