Barak UpdatesBreaking News
বেসরকারিকরণ : রেল কর্মচারীদের কালো দিবসPrivatization: Railway employees observe black day
১০ জুলাই : রেলকে বেসরকারি করার প্রক্রিয়ার বিরুদ্ধে বুধবার সারা দেশজুড়ে কালো দিবস পালন করল এন এফ রেলওয়ে কর্মচারী ইউনিয়ন। এ দিন শিলচর রেল স্টেশনেও কালো পতাকা হাতে নিয়ে এবং কালো ব্যাজ পরে কর্মচারীরা বেসরকারিকরণের প্রতিবাদ জানান।
আন্দোলনে অংশ নিয়ে ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, একদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে রেল বেসরকারিকরণের বিরুদ্ধে নেতারা আওয়াজ তুলছেন। আবার অন্যদিকে অত্যন্ত চুপিসারে রেলকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সারা দেশে বিভিন্ন ডিভিশনে থাকা ব্যস্ততম বেশ কয়েকটি রেল স্টেশনকে ৪৫ বছরের লিজে বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রথম অবস্থায় এ ধরনের রেল স্টেশনের সংখ্যা ২৩টি বলেও তিনি জানিয়েছেন।
তিনি জানান, থানে, পুনে, বিশাখাপত্তনম, হাওড়া, এলাহাবাদ, কানপুর সেন্ট্রাল, কানপুর সিটি, কামাখ্যা, ফরিদাবাদ, বিজয়ওয়াড়া, সেকেন্দ্রাবাদ, রাঁচি, ব্যাঙ্গালোর কেন্ট ইত্যাদি স্টেশন রয়েছে। তিনি আরও বলেন, এই স্টেশনগুলোকে স্টেশন ফেসিলিটেটর সিস্টেমের আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে এর মধ্যে টিকিট সিস্টেম, পার্সেল, গুডস, প্ল্যাটফর্ম ইত্যাদি রেলের আওতায় রাখা হয়েছে। তিনি জানান, রেলের কর্মচারীদের বর্তমানে এনপিএস পেনশনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে। তিনি কর্মচারীদের মূল পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার দাবি জানান।