HappeningsBreaking News
আজ শুরু আসাম বিধানসভার অধিবেশনSession of Assam Legislative Assembly to start from today
২৪ সেপ্টেম্বর : আজ থেকে আসাম বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ১২ দিনের এই সময়কালে ৩ দিন বন্ধ থাকবে অধিবেশন। ৯ দিনের এই সময়কালে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে সরকারকে চেপে ধরবেন বলে জানা গেছে।
বিধানসভার একটি সূত্রে জানা গেছে, এই অধিবেশনে সরকার ৭টি বিল পেশ করতে পারে।
বিরোধীদের একটি সূত্র জানায়, রাজ্যে চলমান এনআরসি প্রক্রিয়ায় গরমিল, নাগরিকত্ব সংশোধনী বিল, অসমে হিজবুল মুজাহিদিন ঘাঁটি, ১০৮ ও ১০২ পরিষেবায় নিয়োজিত কর্মীদের আন্দোলন, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয়ে সরব হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ দিকে, বিধানসভার অধিবেশনকে কেন্দ্র করে গোটা দিসপুর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। লাস্টগেট থেকে দিসপুর এবং বিধানসভা সংলগ্ন এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
English