Where and When?Barak Updates
গুরু নানকের জন্মজয়ন্তী পালনে উদ্যোগ শিলচরেও
Preparations on to celebrate birth anniversary of Guru Nanak

১১ নভেম্বরঃ গুরু নানকের ৫৫০-তম জন্মজয়ন্তী পালনে মঙ্গলবার শিলচরেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এনএন দত্ত রোডস্থিত গুরুদোয়ারায় ‘শ্রীঅখণ্ড পাঠ সাহিব’ রবিবারই শুরু হয়ে গিয়েছে।
মঙ্গলবার সমাপ্তি ঘটবে। সে দিন বেলা একটায় কীর্তন শুরু হবে। চলবে লঙ্গর সেবাও। লঙ্গর চলবে রাত ৯টা পর্যন্ত। গুরুদোয়ারা শ্রীগুরু সিং সভার পক্ষ থেকে এই পুণ্য কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।