India & World UpdatesBreaking News
ভেলোরে ভোটগ্রহণ বাতিল করল কমিশন, সিলমোহর রাষ্ট্রপতিরPolling postponed at Vellore by Election Commission
১৭ এপ্রিলঃ তামিলনাড়ুর ভেলোর লোকসভার ভোটগ্রহণ সাময়িক বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশে সম্মতিও দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে, কমিশনের এই নির্দেশের পরই আদালতের দ্বারস্থ হয় রাজ্যের শাসক দল এআইএডিএমকে। মাদ্রাজ হাইকোর্টে বুধবারই কমিশনের নির্দেশের বিরুদ্ধে আপিল জানাবেন ভেলোর কেন্দ্রের এআইএডিএমকে প্রার্থী এসি শানমুগাম।
লোকসভা নির্বাচনে প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। ডিএমকের কোষাধ্যক্ষ দুরাই মুরুগানের বাড়ি ও তাঁদের মালিকানায় থাকা কিংসটন মেডিকেল কলেজ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা সম্প্রতি উদ্ধার করেছে আয়কর দফতর। এই কারণেই বাতিল হয়েছে ভেলোর কেন্দ্রের ভোট। কমিশনের দাবি, টাকাগুলো ভাগ ভাগ করে প্যাকেটবন্দি ছিল। মিলেছে বেশ কিছু নথিও। আয়কর দফতরের জিজ্ঞাসাবাদের পর মুরুগান জানাতে পারেননি ওই টাকা কোথা থেকে এল। কমিশন মনে করছে, ভোটারদের উপর প্রভাব বিস্তারের লক্ষ্যেই ওই টাকা রাখা হয়েছিল। তাই নির্বাচনে টাকার খেলা বন্ধ করে নিরপেক্ষতা বজায় রাখতেই ভোট বাতিল করা উচিত বলে মনে করে কমিশন।
নির্বাচন কমিশন ভেলোরে ভোট বাতিলের সুপারিশের কথা জানায় রাষ্ট্রপতিকে। তাতেই মঙ্গলবার সিলমোহর দেন রাষ্ট্রপতি। ফলে আপাতত ওই কেন্দ্রে ভোটদান স্থগিত। যদিও কমিশনের এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েননি ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।