Barak UpdatesBreaking News

পূজার সময় উধারবন্দে ভিডিপি সম্পাদকদের সক্রিয় থাকতে বলল পুলিশ
Police urges the VDP Secretaries to remain active at Udharbond during Durga Puja

২৭ সেপ্টেম্বরঃ আসন্ন দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সে দিকে খেয়াল রেখে  প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় উধারবন্দে । বৃহস্পতিবার সন্ধ‍্যায়  উধারবন্দ থানার ভিডিপি সভাকক্ষে আয়োজিত সভায় দুর্গোৎসবের আয়োজন নিয়ে দীর্ঘ আলোচনা করেন বিভিন্ন বক্তা । পঙ্কজ ধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রত‍্যেক বক্তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন । বক্তারা বলেন, প্রতি বছর উধারবন্দে দর্শনার্থীদের ঢল নামে । এবারও তার ব্যতিক্রম হবে না । এমনিতেই উধারবন্দে শান্তিপূর্ণ পরিবেশ থাকে। তবু দূর্গোৎসবের সময় ভিড়ের সুযোগে  দুষ্টচক্র যাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে তারজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় ।

\উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর তার বক্তব্যে  পুজোর সময় ভিডিপি সম্পাদকদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, পূজোর সময় প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব নিরাপত্তার ব্যবস্থা করা হবে । তারপরও ভিডিপি কর্মকর্তা এবং পূজো আয়োজকদের সতর্ক থাকতে হবে ।  তিনি  আরও বলেন, অনেক সময় ছোট ছোট  পূজো মণ্ডপগুলো ফাঁকা পড়ে থাকে । তাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে  দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠতে পারে  । তাই পূজোর সময় মণ্ডপ ফাঁকা না রাখা সহ প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসাতে পূজো কমিটির কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান ওসি । তাছাড়া দূর্গোৎসবের সময় মাদক দ্রব্যের বিরুদ্ধে  কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন ।  এদিন অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন  জেলা পরিষদ সদস‍্য প্রবাল চন্দ, ছয়ফুল হক বড়ভূইয়া, রবীন্দ্র চক্রবর্তী, ধনেশ্বর সিংহ, বিরাজ রায় , সমছুল হক লস্কর, নির্মল কান্তি রায় প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker