Barak UpdatesBreaking News
চালকের মাথায় পুলিশের লাঠি, নেট্রিপে বিক্ষোভ, ভোটকর্মীরা অসহায়Police inflicts lathi blow on a driver, protest at NATRIP, main gate closed
১৭ এপ্রিলঃ এক গাড়িচালকের মাথায় পুলিশ লাঠি দিয়ে মারার ঘটনাকে ঘিরে নেট্রিপে বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি। ভোটের কাজে ডেকে নেওয়া বেসরকারি যানবাহনের চালকের নেট্রিপের গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। ফয়সালা না হওয়া পর্যন্ত তাঁরা ভোটকর্মীদের নিয়ে রওয়ানা হবেন না বলে জানিয়ে দিয়েছেন। জেলাশাসক লায়া মাদ্দুরি এই সময়ে নেট্রিপের ভেতরে রয়েছেন। বিক্ষুব্ধ চালকদের দাবি, জেলাশাসক গেটে গিয়ে কথা বললেই তাঁরা আলোচনায় রাজি।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে ভোটসামগ্রী বিতরণ শুরু কিছুক্ষণ পরেই। এক পুলিশকর্মী অন্যান্য ভোটকর্মীদের তাঁর ভোটকেন্দ্রে যাওয়ার জন্য নির্ধারিত যানচালককে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুজির পরে তাকে দেখতে পেয়েই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। চালকের মাথায় লাঠি দিয়ে মেরে বসেন বলে অভিযোগ। তা দেখতে পেয়ে অন্য চালকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্ত পুলিশকর্মী দ্রুত স্থান ত্যাগ করলে তাঁরা জোট বেঁধে নেট্রিপের গেটে বসে পড়েন। এর দরুন ভোটকর্মীরা ভোটসামগ্রী পেয়ে দ্রুত ভোটকেন্দ্রের দিকে রওয়ানা হতে চাইলেও সম্ভব হচ্ছে না।
খবর পেয়ে পুলিশের পদস্থ কর্তারা নেট্রিপে ছুটে যান। অভিযুক্ত পুলিশ কর্মীকে শনাক্ত করে গ্রেফতার করেন। এর পরও বিক্ষোভ অব্যাহত থাকায় জেলাশাসক ট্রান্সপোর্ট সেলকে চালকদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন। পরে ওই বৈঠকে বিবাদের নিষ্পত্তি হয়। চালকরা গাড়িতে ভোটকর্মীদের নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীকে আসলে গ্রেফতার করা হয়নি। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।