Barak Updates
মোদি আসছেন ১১-য়, সভা রামনগরেPM Modi to visit Silchar on 11 April, Poll meeting at Ramnagar
রাজদীপ বলেন. তাঁরা শিলচরের জনগণের কাছে কাজের নিরিখে ভোট চাইছেন। তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়ন পৌছনোর কৃতিত্ব একমাত্র বিজেপিরই রয়েছে। ,সেই হিসেবেই তাঁর আশা, আরও একবার মোদির নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য আগামী ১৮ এপ্রিল ভোটাররা পদ্ম চিহ্নে টিপ দেবেন।
জয়ের ব্যাপারে আশাবাদী রাজদীপবাবু জানান, লোকসভা নির্বাচনে বিজেপি আগে চা শ্রমিকদের ভোট বেশি পেত না। এ বার তা আশ্চর্যজনক মাত্রায় মিলবে। একইভাবে অন্যবারের চেয়ে মুসলমান ভোটও বিজেপির বাক্সে বেশিই আসবে বলে দাবি করেন পেশায় অস্থি বিশেষজ্ঞ রাজদীপ রায়। তিনি বলেন, আজও জিরিঘাটের ৬০০ মুসলমান ভোটার বিজেপির পতাকাতলে সামিল হয়েছেন। তাঁরা দলের হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।
রাজদীপবাবু জোর দিয়ে বলেন, এতদিন এমনটাই প্রচলিত ছিল, লোকসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি কখনও সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারে না। জেতে শক্তিশালী মুসলমান প্রার্থীর দৌলতে। এ বার ওই মিথ ভেঙে যাবে। তিনি জানান. সাংসদ হয়ে জেলার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় প্রাধান্য দেবেন। সঙ্গে গুরুত্ব দেবেন কর্মসংস্থানে।