India & World UpdatesBreaking News
মমতার সরকারকে দোষারোপই করে গেলেন মোদিPM Modi sharply criticises CM Mamata in Kolkata
১২ জানুয়ারি: কাটমানি মিলবে না বলেই প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলি বাংলায় চালু করতে দেওয়া হচ্ছে না৷ পশ্চিমবঙ্গের মমতা সরকারের বিরুদ্ধে এ ভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদি জানান যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এ বার এই বন্দরের নামকরণ করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা নানা নীতি এবং পরামর্শকে পরবর্তী কালে অবহেলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার পরে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে আক্রমণ করা শুরু করেন।
কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর যে প্রকল্প গত বছরের বাজেটে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার, সেই ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’কে পশ্চিমবঙ্গে চালু হতে দেওয়া হচ্ছে না বলে মোদি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর নাম না করে মোদী বলেন, ‘‘আমি জানি না, তিনি চালু হতে দেবেন কি না। কিন্তু যদি চালু হতে দেন, তা হলে অনেকে উপকৃত হবেন।’’