Barak UpdatesIndia & World UpdatesBreaking News

মোদির হাতে রামমন্দিরের শিলান্যাস
PM Modi performs Bhoomi Poojan

5 আগস্টঃ এক ঐতিহাসিক ক্ষণ। অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। উপস্থিত ছিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসও।

শুরুতেই প্রধানমন্ত্রী মন্দিরের ভূমিপূজা করেন। এর পরই বোতাম টিপে মন্দিরের শিলান্যাস ফলকের আবরণ উন্মোচন করেন। মোদি বলেন, এই সময়েও কোটি কোটি মানুষ বিশ্বাস করতে পারছেন না, নিজের জীবদ্দশায় রামমন্দির নির্মাণের কাজ দেখে যাচ্ছেন। তাঁর কথায়, রাম জন্মভূমি আজ মুক্ত হল। শ্রীরামকে ভারতের আত্মা, বিবিধের মধে একতার সূত্র বলে উল্লেখ করেন তিনি। বলেন, বহু দেশ রামের সঙ্গে জড়িয়ে রয়েছে। মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় রামকথা নিয়মিত পাঠ হয়। ইরান, চিনেও রামকথা প্রচলিত রয়েছে। মোদি শোনান, রাম সকলের সঙ্গে রয়েছেন। সকলের মধ্যে রাম রয়েছেন।

মোহন ভাগবত বলেন, ভারতকে আত্মনির্ভর করে তুলতে যে আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, আজ তা অধিষ্ঠিত হতে চলেছে। যোগী আদিত্যনাথও বলেন, ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচারব্যবস্থা গোট বিশ্বকে দেখিয়ে দিল কী ভাবে শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে যে কোনও সমস্যার সমাধান করা যায়।

বেলা সাড়ে ১১টায় অযোধ্যায় পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker