India & World UpdatesAnalyticsBreaking News

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে শহিদদের কুর্নিশ মোদির
PM Modi offers rich tribute to the martyrs of Jalianwala Bagh

১৩ এপ্রিল : ১৯১৯ সালের আজকের দিনেই জালিয়ানওয়ালা বাগের নৃশংস হত্যালীলা ঘটেছিল। নির্মম ব্রিটিশ জেনারেল  ডায়ারের গুলির নির্দেশে শহিদ হয়েছিলেন প্রায় ৪০০ স্বাধীনতা সংগ্রামী। আহত হয়েছিলেন হাজার খানেক। শহিদের রক্তস্নাত সেই ১৩ এপ্রিলকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘জালিয়ানওয়ালা বাগে আজকের দিনে যাঁদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আমি সেই সব শহিদদদের প্রণাম জানাই। তাঁদের সাহস এবং আত্মবলিদানকে আমরা কখনই ভুলবো না। তাঁদের বীরত্ব ভারতবাসীকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।’

অন্যদিকে,  বৈশাখী উপলক্ষেও এ দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা সংকটে দেশবাসীর একতার বন্ধনকে আগেই কুর্নিশ জানিয়েছেন মোদি। এবারে নতুন বছরের শুরুতেও ফের আত্মশক্তি বাড়ালেন নাগরিকদের।  প্রধানমন্ত্রীর কথায়, নতুন ভাবাবেগ যুক্ত এই উৎসব। এই  আবেগ অবশ্যই সবার জীবনে নতুন শক্তি ও উৎসাহের  সঞ্চার করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker