India & World UpdatesBreaking News
সঞ্চয়ের ২১ লক্ষ সাফাই কর্মীদের দান মোদির, জানাল প্রধানমন্ত্রীর অফিসPM Modi donates his personal savings of Rs.21 lakh to the sweeper workers
৬ মার্চ : সাফাই কর্মীদের কল্যাণে নিজের সঞ্চয়ের ২১ লক্ষ টাকা দান করলেন নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রীর অফিস থেকে এ কথা জানানো হয়। গত মাসে প্রয়াগের কুম্ভমেলায় গিয়ে সঙ্গমে ডুব দেন প্রধানমন্ত্রী মোদি। তারপর এক অনুষ্ঠানে তিনি সাফাইকর্মীদের পা ধুয়ে দেন। সংবাদ মাধ্যমের দৌলতে এই ছবি দেখেছেন গোটা দেশের মানুষ। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল কুম্ভমেলাকে স্বচ্ছ রাখতে যাঁরা নিঃশব্দে অবদান রাখেন তাঁদের প্রতি সম্মান প্রদর্শন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাফাইকর্মীদের হাতে পুরস্কারও তুলে দেন৷
সাফাই কর্মীদের এই অবদানকে স্বীকার করে তাদের তহবিলে তাঁর দান করা এই ২১ লক্ষ টাকা প্রথম নয়। এর আগেও নানা সমাজকল্যাণমূলক কাজে তাঁকে অর্থদান করতে দেখা গিয়েছে৷ কোন খাতে তিনি কত টাকা দান করেছেন তাও ট্যুইট করে জানানো হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে।
এতে বলা হয়েছে, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময় যত উপহার তিনি পেয়েছেন সব নিলামে তোলা হয়। সেই নিলাম থেকে সংগৃহীত ৮৯ কোটি ৯৬ লক্ষ টাকা কন্যা কেলাভনি ফান্ডে দান করেন। কন্যা সন্তানদের পড়াশোনার জন্য এই অর্থ ব্যয় করা হবে। এছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে মেয়াদ সম্পূর্ণ করার পর ব্যক্তিগত সঞ্চয় থেকে ২১ লক্ষ টাকা গুজরাট সরকারের কর্মীদের মেয়েদের পড়াশোনার জন্য দান করেন নরেন্দ্র মোদি।
এ দিকে, ২০১৫ সাল পর্যন্ত পাওয়া সব উপহার তিনি নিলামে তোলেন। সেই নিলাম থেকে সংগ্রহ করা হয় ৮ কোটি ৩৩ লক্ষ টাকা। নমামি গঙ্গা মিশনের জন্য এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া নানা স্মারক নিলামে তুলে ৩ কোটি ৪০ লক্ষ টাকা আবারও নমামি গঙ্গা প্রকল্পে দান করা হয়। এ দিকে, কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া প্রধানমন্ত্রীকে সিওল শান্তি পুরস্কার দেয়। পুরস্কার বাবদ পাওয়া ১ কোটি ৩ লক্ষ টাকা নমামি গঙ্গা মিশনে দান করেন তিনি।