India & World UpdatesAnalyticsBreaking News

সিভিল সার্ভিস ডে-তে কর্মীদের অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির
PM Modi congratulates employees on Civil Service Day

২১ এপ্রিল : ‘সিভিল সার্ভিস ডে’ উপলক্ষে মঙ্গলবার আমজনতার সেবায় নিয়োজিত অসামরিক কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবার-পরিজনদেরও। এক টুইট বার্তায় মোদি বলেন, এসব সিভিল সার্ভেন্টদের কর্মতৎপরতা সঠিক অর্থে প্রশংসার দাবি রাখে। বর্তমান করোনা সঙ্কটের সময় এসব কর্মীরা তাঁদের দায়-দায়িত্বের অঙ্গীকারের জায়গাটুকুও হাতেকলমে দেখিয়ে দিয়েছেন। অবিরাম মানুষের সেবায় রয়েছেন তাঁরা। এসব করোনা যোদ্ধার হাত ধরে দেশ কোভিড-১৯ চ্যালেঞ্জ জয় করবেই, এটাও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তাছাড়া সিভিল সার্ভিস ও সার্ভেন্ট-এর অবদানকে স্মরণীয় করে রাখতে এ দিন পালনের প্রচলন শুরু করায় সর্দার বল্লভভাই প্যাটেলকে এ দিন শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। কারণ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল বিশ্বাস করতেন দেশগঠনে সিভিল সার্ভেন্টদের অবদান উল্লেখযোগ্য। দেশ স্বাধীনের পর আনুষ্ঠানিকভাবে তিনিই প্রথম কুর্নিশ জানিয়েছিলেন তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker