India & World UpdatesAnalyticsBreaking News
সিভিল সার্ভিস ডে-তে কর্মীদের অভিনন্দন প্রধানমন্ত্রী মোদিরPM Modi congratulates employees on Civil Service Day
২১ এপ্রিল : ‘সিভিল সার্ভিস ডে’ উপলক্ষে মঙ্গলবার আমজনতার সেবায় নিয়োজিত অসামরিক কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পরিবার-পরিজনদেরও। এক টুইট বার্তায় মোদি বলেন, এসব সিভিল সার্ভেন্টদের কর্মতৎপরতা সঠিক অর্থে প্রশংসার দাবি রাখে। বর্তমান করোনা সঙ্কটের সময় এসব কর্মীরা তাঁদের দায়-দায়িত্বের অঙ্গীকারের জায়গাটুকুও হাতেকলমে দেখিয়ে দিয়েছেন। অবিরাম মানুষের সেবায় রয়েছেন তাঁরা। এসব করোনা যোদ্ধার হাত ধরে দেশ কোভিড-১৯ চ্যালেঞ্জ জয় করবেই, এটাও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তাছাড়া সিভিল সার্ভিস ও সার্ভেন্ট-এর অবদানকে স্মরণীয় করে রাখতে এ দিন পালনের প্রচলন শুরু করায় সর্দার বল্লভভাই প্যাটেলকে এ দিন শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। কারণ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল বিশ্বাস করতেন দেশগঠনে সিভিল সার্ভেন্টদের অবদান উল্লেখযোগ্য। দেশ স্বাধীনের পর আনুষ্ঠানিকভাবে তিনিই প্রথম কুর্নিশ জানিয়েছিলেন তাঁদের।