India & World UpdatesAnalyticsBreaking News
সংক্রমণ যেন গ্রামে না ছড়ায়, মুখ্যমন্ত্রীদের বললেন প্রধানমন্ত্রীPM asks CMs to see that infection does not spread in rural areas
১১ মে : দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়েছে। ১৭ মার্চ লকডাউন তোলার আগে এই গুরুত্বপূর্ণ চর্চায় মূলত প্রবাসী মজদূর ও বিভিন্ন স্থানে আটকে পড়াদের ঘরে ফেরানো, আর্থিক ব্যবস্থা চাঙ্গা করা ইত্যাদি বিষয়ে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা সাধারণ মানুষকে বলেছিলাম, তাঁরা যেখানে রয়েছেন, সেখানেই যেন থেকে যান। কিন্তু মানুষ নিজেদের ঘরে যেতে চান, আর এটাই মানুষের সহজাত ধর্ম।’ মোদি বলেন, ‘এরপরই সিদ্ধান্ত বদল করতে হয়েছে। কিন্তু তাসত্ত্বেও আমাদের নজর রাখতে হবে যে, সংক্রমণ যেন গ্রাম পর্যন্ত ছড়িয়ে না পড়ে। আর এটিই এখন আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।’
এই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের ওপর বেশি জোর দিয়েছেন। তিনি বলেন, এই অ্যাপের ডাউনলোড বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীদের প্রয়াস করা উচিত। কারণ এর মাধ্যমে সংক্রমিতের পরিচয় বের করতে সাহায্য হবে।