Barak UpdatesBreaking News
বছরে দুটি করে গাছ লাগান, বাতাসের জন্য মানুষ আসবে অসমে, আহ্বান মুখ্যমন্ত্রীরPlant 2 trees in a year, people will come to Assam for fresh air: CM
৫ জুনঃ বৃক্ষপূজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের সরকারি অনুষ্ঠান শুরু হল। নবপত্রিকার নয় গাছ, সঙ্গে বট ও তুলসী গাছে সাজানো হয় পূজা প্রাঙ্গণ। মঞ্চের ঠিক সামনেই। এক ঘণ্টা ধরে মন্ত্রোচ্চারণ করলেন কিশোর ভট্টাচার্য, সিদ্ধার্থ ভট্টাচার্যরা। মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পূজাস্থলে ছুটে গেলেন। অঞ্জলি দিলেন, শান্তিবারি নিলেন। শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল বলেন, দেবদেবীর পূজার বহু আগে থেকে প্রকৃতির পূজা করেন মানুষ। সূর্যের পূজা, পাথরের পূজা আমাদের পরম্পরা।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর আমলে ৩ বছরে ৫ কোটি গাছ লাগানো হয়েছে। এখন সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। রাজ্যের ৩ কোটি ৩০ লক্ষ মানুষের উদ্দেশে তাঁর আহ্বান, বছরে দুটি করে গাছ লাগান। তাহলে ৬ কোটি ৬০ লক্ষ গাছ লাগানো হবে। আর তা করা গেলে বিশ্বজুড়ে যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে, মানুষ বিশুদ্ধ বাতাসের জন্য অসমে ছুটে আসবেন। তাতে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, অর্থনীতির বুনিয়াদ মজবুত হবে। নদীর পবিত্রতা ধরে রাখার জায়গায় মুখ্যমন্ত্রী সোনোয়াল গুরুত্ব দেন। এ দিনের বক্তৃতায় মুখ্যমন্ত্রী এনআরসি, নাগরিকত্ব বিল ইত্যাদি প্রসঙ্গ না টানলেও আগের সুরেই জানিয়ে দেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার।
বরাক উপত্যকার দুটি লোকসভা আসনেই এ বার বিজেপি জিতেছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের দায়িত্ব বেড়ে গেল। আরও বেশি করে কাজ করতে হবে।
কাছাড় জেলার সব কজন বিজেপি বিধায়ক মঞ্চে উপস্থিত ছিলেন। ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও। হোজাইর শিলাদিত্য দেব, বোকাজানের ড. নোমাল মুমিন, টুরিজম করপোরেশনের চেয়ারম্যান জয়ন্ত মল্ল বরুয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে শিলচরে আসেন। তাঁরা কেউ অবশ্য বক্তৃতার সুযোগ পাননি। স্বাগত ভাষণ দেন বনবিভাগের প্রধান মুখ্য বন সংরক্ষক এএম সিংহ। তিনি জানান, গত বছর অসমে শুধু শ্বাসজনিত রোগে ২২৫ জনের মৃত্যু হয়েছে। কারণ এই অঞ্চলে ধূলাবালি মারাত্মক। মুখ্যমন্ত্রীর হাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রকাশিত নিউজলেটার পরিবেশ বাতরির আনুষ্ঠানিক প্রকাশ হয়।