Barak UpdatesBreaking News
উমরাংশুর কপিলীতে জলস্ফীতি, ভেসে গেলেন নিপকোর ৪ কর্মীPipeline burst at Kopili power project at Umrangso, 4 NEEPCO officials feared dead
৭ অক্টোবর: ডিমা হাসাও জেলার উমরাংশুতে কপিলি জলবিদ্যুৎকেন্দ্রের জলের টানেল ফেটে গিয়ে ভয়াবহ অবস্থা৷ জলের তোড়ে ভেসে গেছেন চারজন৷ তাদের মধ্যে নিপকোরই তিন কর্মী। রবার্ট বাইতে, প্রেম পাল বাল্মীকী ও জয় সিংহ টিমুং অপরজন সুড়ঙ্গ মেরামতের ঠিকা শ্রমিক ছিলেন। কপিলি নদীর জলাধার থেকে ওই সুড়ঙ্গ বেয়ে সেকেন্ডে ১২ হাজার লিটার জল প্রবাহিত হয়। বিস্ফোরণের ফলে কয়েকশো ফুট উঁচুতে জলের ফোয়ারা তৈরি হয়। গোটা প্রকল্প জলে ডুবে গিয়েছে।