India & World UpdatesBreaking News
সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতি নিষিদ্ধPhysical presence of petitioner & accused barred in Supreme Court
২৩ মার্চ : মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতেই দেশের সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশ অনুযায়ী মামলাকারী ও অভিযুক্ত পক্ষকে আদালত চত্বরে উপস্থিত থাকতে হবে না। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে আইনজীবীদের কক্ষগুলোকে স্যানিটাইজেশন করার নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারপতি।
ইতিমধ্যে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে কেন্দ্র সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। উল্লেখ্য, সোমবার থেকে রাজ্যে আন্ত রাজ্য পরিবহণ সেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকার সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন চলার সময় জরুরীকালীন সেবা সহ মুদির দোকান, ফার্মাসি ও পেট্রোল পাম্প খোলা রাখার কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।