Barak UpdatesBreaking News
হাইলাকান্দির পেট্রল পাম্প নিয়মিত পরিদর্শনের নির্দেশPetrol Pumps of Hailakandi to be inspected regularly, says ADC
৬ অক্টোবরঃ হাইলাকান্দি জেলার পেট্রল পাম্পগুলি নিয়মিত পরিদর্শনের নির্দেশ দিলেন অতিরিক্ত জেলাশাসক রুথ লিংথাং। তিনি শনিবার জেলা উন্নয়ন কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন। বিভিন্ন বিভাগের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখার সময় পেট্রল পাম্প প্রসঙ্গটি উত্থাপিত হয়। সংশ্লিষ্ট বিভাগীয় কর্তাদের তিনি এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দিতে বলেন। ওজন ও পরিমাপ দফতর থেকে জানানো হয়, তাঁদের কাছে গতমাসে দুটি অভিযোগ জমা পড়েছে। সেগুলি তাঁরা খতিয়ে দেখছেন। সে সময়েই অতিরিক্ত জেলাশাসক পেট্রল পাম্প প্রসঙ্গ তুলে প্রয়োজনীয় নির্দেশ দেন।
বৈঠকে পূর্তকর্তারা জানান, পুর এলাকার ভেতরে রাস্তার মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে। পুর এলাকার বাইরে কাজ চলছে। ধলেশ্বরী বাই-পাসের রাস্তার কাজ এই সময়ে ৭১ শতাংশ সম্পন্ন হয়েছে। কিছু বিভাগীয় সমস্যার দরুন কাজ এগোতে পারেনি। তবে তাঁরা আশাবাদী, দ্রুত সমস্যার সমাধান হবে। তখনই কাজ প্রত্যাশিত গতিতে এগোবে। একইভাবে কাটলিছড়া রাস্তার বাইপাস নির্মাণের জন্য রিভাইজড এস্টিমেট পাঠানো হয়েছে। বিভাগীয় মঞ্জুরি মিললে কাজ শুরু হবে। অতিরিক্ত জেলাশাসক বরুণছড়া রাস্তার কাজ পুজোর আগে শেষ করতে বিভাগীয় ্অফিসারদের নির্দেশ দেন।
এ দিকে, লালা সার্কল অফিসের কাজ ৭০ শতাংশ এবং আলগাপুর সার্কল অফিস নির্মাণের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে বলে বৈঠকে বিল্ডিং ডিভিশন থেকে অবগত করানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, জামিরা হাই স্কুলের ১০০ আসন বিশিষ্ট গার্লস হোস্টেলের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। বৈদ্যুতিকীকরণ শেষ হলেই তা কাজে লাগানোর উপযুক্ত হয়ে উঠবে।
কর অধীক্ষক জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট কর সংগৃহীত হয়েছে ১২ কোটি ৯২ লক্ষ ৩৯ হাজার ৬১ টাকা।