Barak Updates
রজনীখালে উচ্ছেদ হওয়া মানুষের পাশে পিপলস সায়েন্স সোসাইটিPeople’s Science Society stands besides the evicted people of Rajanikhal
১ জুলাই : বিজ্ঞান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস্ সায়েন্স সোসাইটির উদ্যোগে ধলাই রজনীখালে একটি স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। শিবিরে দু’জন চিকিৎসক ড. আহমেদ হুসেন লস্কর ও ড. সানাউল রোগীদের পরীক্ষা করেন। এ দিনের শিবিরে চিকিৎসকদের সহযোগিতা করেন নজরুল ইসলাম লস্কর, মঞ্জুর আহমেদ লস্কর, মনসুর আহমেদ চৌধুরী, সাংবাদিক আশু চৌধুরী, স্থানীয় সমাজকর্মী আলম হুসেন মজুমদার। শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। খোলা জায়গায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে থাকা ও অপরিশুদ্ধ পানীয় জলের ফলে রোগীদের মূলত, পেট ও ত্বকের সমস্যার প্রাধান্যই পরিলক্ষিত হয়।
এ দিন রোগীদের যথাসম্ভব প্রয়োজনীয় ওষুধপত্রও বিতরণ করা হয়। সংস্থার প্রতিনিধি হিসেবে ছিলেন শাহাজাহান তালুকদার, অপ্পু রবিদাস ও রাহুল রায়। এই অঞ্চলের অধিবাসীদের এই চরম বিপদে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে তাঁদের পাশে দাঁড়াতে পিপলস্ সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, ক’দিন আগে রাজ্য সরকারের অধীন বনবিভাগের অভিযানের ফলে সেখানে বসবাসকারী শতাধিক পরিবারের প্রায় পাঁচশ মানুষ ভিটেছাড়া হন। বনবিভাগের অভিযানে তাঁদের বসতি ভেঙ্গে ফেলা হয়। যার ফলে তারা চতুর্দিকে বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন করছেন। অত্যন্ত গরম ও প্রায় নিয়মিত ঝড়বৃষ্টির মধ্যে তাঁদের খোলা আকাশের নীচে চরম অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। কুয়ো ও নালার জল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এই অভিযানের ফলে একটি স্কুলও ভেঙ্গে ফেলা হয়, যার ফলে শিশুদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। এই চরম প্রতিকূল অবস্থায় জীবনযাপনের ন্যুনতম চাহিদা থেকে বঞ্চিত হয়ে থাকার ফলে স্বাভাবিকভাবেই তাঁরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে মহিলা ও শিশুদের অবস্থা রীতিমতো উদ্বেগজনক।