Barak UpdatesBreaking News

পোলট্রি ফার্মারদের পাস দেবে পুলিশ
Passes to be issued for people working in poultry farms

২৯ মার্চ: লকডাউনের জন্য পোলট্রি ফার্মাররা বিপাকে পড়েছেন৷ মজুত খাদ্য অধিকাংশেরই ফুরিয়ে গিয়েছে৷ নতুন করে মুরগীর খাদ্য সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা৷ একে তো নিজেরা ঘর থেকে বেরোতে পারছেন না৷ এর ওপর, মুরগীর খাদ্য আনার জন্য গাড়ি খুঁজে পাওয়া দুষ্কর৷ মুরগীর খাবার আনার কথা বললেও পুলিশ রেহাই দিচ্ছে না৷ ফার্মাররা এখন উদ্বেগে, খেতে না পেয়ে অনেক ফার্মে মুরগী মারা যাচ্ছে৷ কিছুদিনের মধ্যে তা ব্যাপকতর হয়ে উঠতে পারে৷ সে ক্ষেত্রে আর্থিক লোকসান বহনের সঙ্গে মৃত মুরগী এই সঙ্কটের সময়ে পরিবেশের ওপরও প্রভাব ফেলবে৷

কাছাড় পোলট্রি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবেন্দ্র সরকার এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রী-আমলার দৃষ্টি আকর্ষণ করেন৷ শেষে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় এ সব জানতে পেরে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন, অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দেখা করলে তিনি পোলট্রি ফার্মারদের জন্য পাসের ব্যবস্থা করবেন৷  মুরগীর খাদ্যবাহী ছোট গাড়ি যেন না আটকানো হয়, এরও ব্যবস্থা করা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker