India & World UpdatesBreaking News
সংসদের কাজকর্মে আর কাগজ নয়, ঘোষণা অধ্যক্ষেরParliament to go paperless, declares Speaker
২ আগস্ট : লোকসভার অধ্যক্ষ ও বিড়লা সংসদের পরবর্তী অধিবেশনের কাজকর্মে কোনও ধরনের কাগজ ব্যবহার করা হবে না বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে সরকারের বহু কোটি টাকার ব্যয় কমানো সম্ভব হবে।
সভার শূন্যকালে সাংসদরা অধ্যক্ষ বিড়লার এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এতে বলা হয়েছে, এখন সাংসদরা সভায় তাদের বক্তব্য উত্থাপন করার সময় সভাকক্ষের মনিটরের সাহায্য নিতে হবে। অধ্যক্ষ আরও জানিয়েছেন, সভার কাজকর্মের মান উন্নত করতে আরও বেশ কয়েকটি নতুন কর্মপন্থা গ্রহণ করা হয়েছে। তবে প্রশ্ন উত্থাপন করার সময় যদি কোনও সাংসদ লিখিত প্রতিলিপি দাবি করেন, তবে তাঁকে লিখিত প্রতিলিপি প্রদান করা হবে বলে অধ্যক্ষ জানান।