Barak UpdatesSports

মৃত্যুবার্ষিকীতে বই প্রকাশ করে শ্রদ্ধার্ঘ পরিতোষ চন্দকে
Paritosh Chanda honoured by publishing a book on his death anniversary

১৫ অক্টোবরঃ মৃত্যবার্ষিকীতে বই প্রকাশ করে এই অঞ্চলের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব পরিতোষ চন্দের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন উত্তম চৌধুরী ও দ্বিজেন্দ্রলাল দাস। পরিতোষবাবুর মালুগ্রামের বাড়িতেই ‘পরিতোষ চন্দ ও বরাকের ব্যাডমিন্টন’ বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। প্রয়াতের সহধর্মিনী ছায়া চন্দ ও অনুজ পার্থ চন্দের হাত ধরেই বইটি প্রকাশিত হয়। সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক সুবিমল ধর, উপসভাপতি আশুতোষ রায় প্রমুখ। পরিতোষ চন্দের স্মৃতিচারণ করতে গিয়ে সবাই তাঁর খেলোয়াড় জীবন, সংগঠক-প্রশাসক পরিচিতি নিয়ে নানা প্রসঙ্গ টেনে আনেন। তাঁর নীতিনিষ্ঠা, স্নেহবাতসল্য, সময়জ্ঞান ইত্যাদি নানা বিষয় বক্তারা তুলে ধরেন।

পরিতোষবাবুর স্মৃতিচারণ করতে গিয়ে বাবুল হোড়, সুবিমল ধর বলেন, তিনি সব সময় অনুষ্ঠান শুরু হওয়ার আগে গিয়ে উপস্থিত হতেন। নিজে কোনওকিছুতে জড়িয়ে পড়লে বাড়ি ফিরতেন একেবারে সবকিছু গোছানোর পরে। এই অঞ্চলে প্রায় ফুরিয়ে যাওয়া ব্যাড মিন্টন যে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে তা একমাত্র তাঁর উদ্যোগে। বইয়ের লেখকদ্বয় উত্তম চৌধুরী এবং দ্বিজেন্দ্রলাল দাসও তাঁদের বক্তব্য তুলে ধরেন। বক্তৃতা করেন পার্থ চন্দ, উত্তমকুমার সাহা, তাজ উদ্দিন, আশুতোষ রায়, শঙ্কর দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনির্বাণজ্যোতি গুপ্ত।

October 15: Eminent sports personality of the valley Paritosh Chanda was paid befitting tribute by Uttam Choudhury and Dwijendralal Das by publishing a book on him on his death anniversary. The book entitled ‘Parotosh Chanda O Baraker Badminton’ was formally released in the house of Paritosh Chanda at Malugram, Silchar. The book was released by Chhaya Chanda, the wife of late Paritosh Chanda and his younger brother Partha Chanda.

Also present during the occasion were Babul Hore, President of Silchar District Sports Association, General Secretary Subimal Dhar, Vice President Ashutosh Roy and others. All speakers highlighted the contribution of Paritosh Chanda in the arena of badminton. Apart from them, Uttam Kumar Saha, Taj Uddin, Asutosh Roy, Shankar Das also spoke on his life and allied aspects. The programme was compered by Anirbanjyoti Gupta.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker