Barak UpdatesBreaking News

আসাম চুক্তি বাস্তবায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী পরিমলও
Parimal stressed the need for implementation of Assam Accord

২৬ জানুয়ারিঃ নাগরিকপঞ্জি নবায়ন ও আসাম চুক্তির ৬ নং ধারার বাস্তবায়ন নিয়ে কৃতিত্ব দাবি করলেন বন, পরিবেশ, আবগারি ও মীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে এনআরসি নিয়ে তিনি বলেন, সঠিক ও প্রামাণিক খসড়া প্রস্তুত করা হয়েছে। পরের বাক্যেই টেনে আনেন খিলঞ্জিয়াদের কথা। জানান, খিলঞ্জিয়াদের রাজনৈতিক অধিকার সুরক্ষিত থাকবে। সে জন্য অসম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ছয়মাসে ওই কমিটি প্রতিবেদন দাখিল করবে। এর পরেই তা সংবিধানে সংযোজিত হবে। কিন্তু উদ্বাস্তুদের নাগরিকত্ব বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে টু শব্দটি উচ্চারণ করেননি পরিমলবাবু।

Rananuj

তবে মন্ত্রীর ভাষণে আজও পুরনো ঢঙে মিনি সচিবালয়ের কথা শোনানো হল। জানালেন, ভুবন পাহাড়ের উন্নয়নে ১০ কোটি টাকা ব্যয় করা হবে। বরাক উপত্যকায় আরেকটি মেডিক্যাল কলেজের জন্য জমি খোঁজা হচ্ছে। হবে প্ল্যানেটোরিয়ামও।

বরাক উপত্যকায় বাগ্মী হিসেবে পরিচিত, প্রাক্তন প্রধানশিক্ষক পরিমল শুক্লবৈদ্য এ দিন রেকর্ড-কে অভিলেখ বলে উল্লেখ করেছেন। প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলকে বললেন তারকাগৃহ। এ নিয়ে মাঠে এ-ওর মুখ চাওয়া-চাওয়ি করছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker