Barak UpdatesBreaking News
উত্তর-পূর্বের প্রতি শাখায় স্যানিটারি ন্যাপকিন মেশিন বসাবে রোটারি ক্লাবRotary Club to install Sanitary Napkin Vending Machine in all its branches in Northeast
৩ নভেম্বরঃ ১৯০৫ সালে রোটারি ইন্টারন্যাশনালের জন্ম হয়। ভারতে রোটারি ক্লাবের কাজকর্ম শুরু হয় ১৯১৯ সালে। সে হিসেবে এই বছরটি ভারতে রোটারি আসার শতবর্ষ। একে স্মরণীয় করে রাখতে রোটারি ৩২৪০ (গোটা উত্তর-পূর্বের আট রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাংশ) জেলার প্রতিটি শাখায় একটি স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন বসানো হবে।
শিলচরে এসে এ কথা ঘোষণা করেন রোটারি ৩২৪০-র ডিস্ট্রিক্ট গভর্নর দেবাশিস দাস। তিনি বলেন, তাঁর নেতৃত্বে এই সময়ে রোটারি ক্লাবের মোট ৯০টি শাখা রয়েছে। এর মধ্যে ৪টি শিলচরে। শিলচর রোটারি ক্লাব, রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড, রোটারি ক্লাব পিংক এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। ওই হিসেবে ৪টি স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন বসবে এই শহরে। দেবাশিসবাবু জানান, এ ছাড়াও শতবর্ষের স্মারক হিসেবে গুয়াহাটিতে একটি বড়সড় হাসপাতাল খোলার পরিকল্পনা চলছে। তাতে চক্ষু হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক, অর্থপেডিক চিকিতসা কেন্দ্র এবং রিহ্যাবিলিটেশন সেন্টার থাকবে। মোট ২ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। ডিস্টিক্ট গভর্নর আশাবাদী, এই প্রজেক্ট অনুমোদিত হয়ে কাজ শুরু হতে বেশি সময় লাগবে না।
শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের সভাপতি দীপক ব্রহ্ম, সম্পাদক অসীম ভট্টাচার্য, গত বছরের সভাপতি প্রসেনজিত ঘোষ, আশিস মিত্র, অমলেন্দু বসাক, ঈশান পাটোয়া, রণজিত ভট্টাচার্য-ও বক্তব্য রাখেন।
ডিস্ট্রিক্ট গভর্নর তাঁর এই সফরে শিলচরের চারটি ক্লাবের কাজকর্মই পৃথকভাবে খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর এন রঞ্জিত সিংহ।