Barak UpdatesBreaking News
বিক্ষোভ প্রদর্শন করে ধর্মঘটে সামিল কাগজ কল কর্মীরাওPaper Mill employees stage demonstration and supports agitation
৯ জানুয়ারি : কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর যৌথ মঞ্চের ডাকে ৮ ও ৯ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটে সামিল হয়েছিল এইচ পি সি পেপার মিল রিভাইবেল অ্যাকশন কমিটিও। বুধবার পাঁচগ্রাম কাগজ কলের সামনে জমায়েত হয়ে কর্মচারীরা ধর্না প্রদর্শন করেন।
এ দিন কাগজ কল কর্মচারীরা ধর্নায় সামিল হয়ে বলেছেন, বর্তমান কেন্দ্র সরকার শিল্প বিরোধী নীতি গ্রহণ করায় একের পর এক লাভজনক প্রতিষ্ঠানগুলো ব্যক্তি মালিকানায় চলে যাচ্ছে। পাঁচগ্রাম ও নগাঁও কাগজ কল দুটি পরিকল্পিত ভাবে বন্ধ রাখায় হাজার হাজার কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। বার বার দাবি জানানো সত্ত্বেও ২৪-২৫ মাস ধরে বেতন পাননি কর্মচারীরা। অনাহার ও অর্ধাহারে এ পর্যন্ত ৪৯ জন শ্রমিক ও কর্মচারীর মৃত্যু হয়েছে। সরকার তা জানা সত্ত্বেও এ পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।
কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রীর টেবিলে কাগজ কলের ফাইলটি পড়ে রয়েছে। অজানা কারণে সেই ফাইলটি প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন হয়ে আসছে না। এ দিন আন্দোলনকারীরা হুমকি দেন, খুব শীঘ্রই সরকার কোনও পদক্ষেপ না নিলে তারা বড় ধরনের আন্দোলন শুরু করবেন।