Barak UpdatesBreaking News

কাছাড়ে জেলা পর্যায়ে কুইজে প্রথম পানিভরার কৃষ্ণচরণ স্কুল
Panibhora Krishnacharan School becomes 1st in district level quiz contest

৭ ডিসেম্বর : রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কাছাড়ের উদ্যোগে এবং কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের ব্যবস্থাপনায় শিলচর নেতাজি বিদ্যাভবন গার্লস হাইস্কুলে শুক্রবার জেলাভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা হয়েছে নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যে। সরকারি নির্দেশ অনুসারে বিভিন্ন বিষয় অর্থাৎ ইতিহাস, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সঙ্গীত, খেলা, সাধারণ জ্ঞান এবং বিশেষ বিষয় হিসেবে মহাত্মা গান্ধীর ওপর কুইজ প্রতিযোগিতা বিভিন্ন রাউন্ডে হয়।

ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি থাকায় প্রথমে লিখিত পরীক্ষার মধ্যে বাছাই পরীক্ষা করা হয়। তারপর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া সাতটি স্কুলকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ মাস্টার হিসেবে প্রতিযোগিতা পরিচালনা করেন নেতাজি বিদ্যাভবনের প্রধান শিক্ষক দেবাঞ্জন মুখোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন সুমিত দেবনাথ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পানিভরার কৃষ্ণচরণ হাইস্কুল। দ্বিতীয় স্থান অধিকার করে হাটেরহাল হাইস্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে নরসিংপুরের স্বর্ণলক্ষী হায়ার সেকেন্ডারি স্কুল। বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থ সহ পদক ও শংসাপত্র পায়। আগামী ২৮ ডিসেম্বর বিজয়ী দল রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বিজয়ীদের পুরস্কার তুলে দেন কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শক সাবিনা ইয়াসমিন আরা রহমান, কাছাড় জেলার সেবার সচিব ড. বিদ্যুৎ দেবচৌধুরী, আরএমএস-এর পক্ষ থেকে রাকেশ পাল এবং পুনম বিশ্বাস। প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন নেতাজি বিদ্যাভবনের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। ভিড়ে ঠাসা দর্শক সমাগমে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষার্থীরা এই প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন অনুভব তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker