Barak UpdatesBreaking News
হাইলাকান্দিতে প্রকল্পের কাজ দেখল পিএসি কমিটিPAC takes stock of various projects in Hailakandi
১৬ নভেম্বর : আগের সূচি অনুযায়ী শুক্রবার হাইলাকান্দি সফর করলেন আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা। বিধায়ক রাজদীপ গোয়ালার নেতৃত্বে কমিটির সদস্যরা এ দিন শিলচর থেকে হাইলাকান্দি যাওয়ার পথে আলগাপুর বিধানসভা কেন্দ্রের কালীনগর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার কয়েকটি ঘরের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। এরপর তারা চন্ডীপুরে বিশ্বব্যাঙ্কের অর্থানুকূল্যে নির্মীয়মান মেগা পানীয়জল প্রকল্পের কাজও ঘুরে দেখেছেন।
এরপর হাইলাকান্দি পৌছে তাঁরা সেখানকার আবর্ত ভবনে কিছু সময় কাটান। বিকেলে পিএসি কমিটির সদস্যরা জেলা প্রশাসনের কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে সরকারি প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করেন। বৈঠকে হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি, অতিরিক্ত জেলাশাসক তথা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সিইও রণদীপ কুমার দাম, অতিরিক্ত জেলাশাসক ওমর ফারুক, সদর মহকুমা শাসক প্রদীপ তিমুং উপস্থিত ছিলেন। পিএসির সদস্যদের মধ্যে ছিলেন বিধায়ক রেকিব উদ্দিন আহমেদ, প্রশান্ত ফুকন, রমেন্দ্র নারায়ণ কলিতা, ঋতুপর্ণ বরা, উৎপল দত্ত, ওয়াজেদ আলি চৌধুরী ও এসএম শর্মা।