Barak UpdatesBreaking News

রাজদীপ গোয়ালার নেতৃত্বে কাছাড়ে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখল পিএসি কমিটি
PAC led by MLA Rajdeep Goala took stock of the various ongoing projects at Cachar

১৪ নভেম্বর : রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন বরাক উপত্যকায় খতিয়ে দেখতে সাত সদস্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বৃহস্পতিবার শিলচর সফর করেছে। এই কমিটির নেতৃত্ব দেন পিএসি-র চেয়ারম্যান তথা লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ঘুরে দেখার পর কমিটির সদস্যরা কাছাড়ের জেলাশাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। এই বৈঠকে জেলাশাসক লয়া মাদ্দুরি ছাড়াও বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।

Rananuj

বুধবার সকালে পিএসি কমিটির সদস্যরা গুয়াহাটি থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। রাজদীপ গোয়ালা ছাড়াও এই দলে রয়েছেন রেকিব উদ্দিন আহমেদ, প্রশান্ত ফুকন, রমেন্দ্র নারায়ণ কলিতা, হাফিজ বশির কাসিমি, ঋতুপর্ণা বরা, উতপল দত্ত, ওয়াজেদ আলি চৌধুরী ও এস এম শর্মা। বুধবার তাঁরা লক্ষীপুরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker