CultureBreaking News

আসছেন শ্রীজাত, বিতর্ক-বক্তৃতা চর্চায় নয়া সংগঠন
Organisation to take birth for promotion of debate-extempore speech in presence of Poet Srijato

৭ জানুয়ারি : নাচ-গান বা আবৃত্তি হয়, কিন্তু বিতর্ক বা তাৎক্ষণিক বক্তৃতা কি হয়? একটা সময় স্কুল কলেজে খুব বেশি এসবের চর্চা হতো, কিন্তু আজকাল তাও কমে গেছে। এই ভাবনা থেকেই শিলচরে আত্মপ্রকাশ করছে একটি নতুন সংগঠন। এর মাধ্যমে মূলত কথা বলার চর্চা হবে। মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে যেকোনও বিষয়ের ওপর কমবেশি বলতে পারে, সংগঠন তা-ই শেখাবে। সোমবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে বসে এই নতুন ভাবনার কথাই শোনালেন উদ্যোক্তারা।

আগামী ১২ জানুয়ারি শিলচরের রিয়া প্যালেসের কনফারেন্স হলে সন্ধে ৬টায় এই সংগঠনটি যাত্রা শুরু করবে। আর এতে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের বিশিষ্ট কবি, লেখক ও বক্তা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে আহ্বায়ক কমিটির অন্যতম সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, তিনি শুধু কবিই নন, খুব ভাল একজন বক্তা। তাঁর কথা বলার ধরন খুব আকর্ষণীয়, আর সেজন্যই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব্যসাচী আরও বলেছেন, এই অনুষ্ঠানে শিলচরের বিশিষ্ট সঞ্চালক, বক্তা বা ভাল কথা বলেন, এমন ১০ জনকে সম্মান জানানো হবে। সঙ্গে নতুন প্রজন্মের আরও ১০ জনকে সংবর্ধনা জানানো হবে। তিনি বলেন, শিলচরের কয়েকজন বাচিক শিল্পী বা বক্তাদেরও এতে আমন্ত্রণ জানানো হবে।

তবে সবকিছুর পরেও সব্যসাচী নতুন সংগঠনের নামটি উল্লেখ করেননি। বলেছেন, এটা আত্মপ্রকাশের দিনই জানা যাবে। অন্যরা বলেছেন, নতুন প্রজন্মকে নিয়ে কাজ করার চিন্তাভাবনা তাঁদের রয়েছে। আত্মপ্রকাশের দিনে কবিতা লেখা ও কবিতার বিষয় নিয়ে তাৎক্ষণিক ছবি আঁকার একটি অনুষ্ঠানো এ দিন রাখা হয়েছে। একটি অডিও-ভিডিও অ্যালবামও উন্মোচন করা হবে।

January 7: Usually dance, music or recitation are held at various places off and on, but what about debate and extempore speech? At one point of time, such practices were seen to take place in schools and colleges, but now-a-days, debate and extempore speech has become a matter of recent past. Keeping this point in view, a new organisation has taken its birth at Silchar. The organisation will train young minds to learn the art of speaking on any topic on the dias. This unique idea was shared with the pressmen on Monday by the organisers of the newly established organisation.

The organisation will formally come into existence in the conference hall of Ria Palace at 6 PM on 12 January. Renowned poet, writer and speaker Srijato Bandopadhyay will grace the occasion on 12 January. Sabyasachee Rudra Gupta, on behalf of the organising committee informed during press meet that Srijato is not only a poet but also a good speaker. His style of speaking is very attractive. That is why the organisers have invited Srijato Bandopadhyay. During the said occasion, ten eminent youth of Silchar having talent in the field of compering programmes will be felicitated.

However, even after a frank interaction, Sabyasachee refrained from disclosing the name of the new organisation they are going to form. On the day of inauguration, recitation and painting along with it will be organised. On that day, an audio-video album will also be released.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker