India & World UpdatesBreaking News

চাষিদের উৎসাহিত করতে ত্রিপুরায় কমলালেবু উৎসব
Orange festival at Tripura to boost orange harvest

১৭ নভেম্বর : জম্পুই পাহাড় ত্রিপুরার প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকা। কিন্তু এই পাহাড়ের কমলালেবুর গুণগত মান কিন্তু দেশের অন্য অঞ্চলের তুলনায় কোনও অংশেই কম নয়। এমনকি নাগপুরের কমলালেবুর সঙ্গেও প্রতিযোগিতায় নামতে পারবে জম্পুইয়ের কমলালেবু। কিন্তু আজকের দিনে দুঃখের খবর হল, উপযুক্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে এই কমলালেবুর উৎপাদন ক্রমশ কমে আসছে। এ অবস্থায় দক্ষিণ ত্রিপুরার কমলালেবু চাষীদের উজ্জীবিত করতে আয়োজন করা হলো কমলালেবু উৎসবের। রাজ্যে প্রথমবারের মত এই কমলালেবু
উৎসবের আয়োজন করা হয় দক্ষিণ ত্রিপুরার কারবুক মহকুমায়।

Rananuj

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কমলালেবু উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি চাষিদের উৎপাদিত বিভিন্ন গুণগত মানের কমলালেবুর স্টলগুলো ঘুরে দেখেন। এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের কৃষি ও পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায় সহ অন্য বিধায়ক, অতিথি এবং হর্টিকালচার বিভাগের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রীও। তিনিও স্বামীর সঙ্গে বেশ কয়েকটি নতুন কমলালেবুর চারা রোপন করেন। তারা জম্পুইয়ের কমলালেবুর স্বাদ পরখ করেও দেখেছেন।

উৎসবে হাজির হওয়া কমলালেবু চাষিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী তাদের সবধরনের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার কমলালেবু চাষের জন্য চাষিদের উৎসাহিত করতে প্রতি হেক্টর জমির জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। উৎসবে ক্রেতা ও গ্রাহকদের সঙ্গে কথা বলে চাষিরাও খুব খুশি। তারা বলেছেন, প্রতিবছর এমন উৎসবের আয়োজন করা হোক। হর্টিকালচার বিভাগের সচিব জানান, ত্রিপুরায় কমলালেবু উৎপাদনের জন্য বর্তমানে ৫ হাজার ৫০০ হেক্টর জমি ব্যবহার করা হচ্ছে।

November 17: It is usually regarded that oranges of Tripura’s Jampui hill are some of the best in India, which can even compete with the famous Nagpur oranges. However, the sad part of the story is that due to lack of proper monitoring and care, the orchards are in a deplorable condition and so production has gone down drastically. So in order to boost the orange cultivators of Southern Tripura, the first ever State level ‘Orange Festival’ was organised at remote Karbook subdivision in southern part of Tripura.

Chief Minister Biplab Kumar Deb inaugurated the orange festival and visited the various stalls where the farmers had displayed their orchard’s produce. CM Deb was accompanied to the ‘Orange Festival’ by Agriculture and Tourism Minister Pranajit Singha Roy along with few other MLAs, high officials of the Horticulture department and other dignitaries . The wife of the Chief Minister also went along with him and accompanied him at some newly planted orchards. Both of them also tasted some oranges.

While interacting with the orange cultivators, CM Deb assured all Possible help to them besides the state government grant of Rs 15000 per hector of orange cultivation area to encourage farmers towards orange cultivation. The cultivators were happy to interact directly with their consumers and wished that such type of festivals are organised every year. The Director of Horticulture Department has informed that a total of 5,500 hectares of land is used for orange production in Tripura.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker