Barak UpdatesBreaking News

সোমবার ওপিনিয়ন মুভার্সের মানবাধিকার আলোচনা
Opinion Movers to discuss about human rights on Monday

৮ ডিসেম্বরঃ আগামী সোমবার ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ভার্চুয়াল মিডিয়া গ্রুপ ওপিনিয়ন মুভার্স শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে এক আলোচনা সভার আয়োজন করেছে। বিষয়—- ডি ভোটার ও ডিটেনশন ক্যাম্পের আবর্তে লঙ্ঘিত মানবাধিকার। আমন্ত্রিত আলোচকরা হলেন সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, আইনজীবী হালিম আহমেদ চৌধুরী, মানবাধিকার কর্মী কমল চক্রবর্তী, নারীমুক্তি আন্দোলনের নেত্রী স্নিগ্ধা নাথ এবং কলমচি দীপঙ্কর ঘোষ। সঞ্চালনায় জয়দীপ বিশ্বাস। গ্রুপ অ্যাডমিন দীপক সেনগুপ্ত এই আলোচনা সভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Rananuj

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রসংঘে মানবাধিকার সংক্রান্ত ইউনিভার্সাল ডিক্লেরেশন গৃহীত হয়। সে দিনটিকে স্মরণে রেখেই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এ বার আন্তর্জতিক মানবাধিকার দিবস পালনের ৭১-তম বর্ষ।

প্রসঙ্গত, মানবাধিকার হলো মানুষের অধিকার। অধিকারের প্রশ্নে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ভেদে মানুষের মধ্যে কোনও প্রভেদ নেই। সেটাই অধিকার ভোগ বা অধিকার আদায়ের মূল কথা, সেটাই ইউনিভার্সাল ডিক্লেরেশন। তাতে গুরুত্বের সঙ্গে বলা হয়েছে, নারী কিংবা পুরুষ, প্রতিটি মানুষের নিজস্ব মর্যাদা রয়েছে। আমরা যেখানে থাকি না কেন, সব জায়গায় সব সময় পূর্ণ স্বাধীনতায় বেঁচে থাকার অধিকার চাই। এর পরও লক্ষ লক্ষ মানুষ মত প্রকাশে অন্যকে স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী নন। রাষ্ট্রসংঘের ইউনিভার্সাল ডিক্লেরেশনের কোনওটিই উদ্বাস্তুরা ভোগ করতে পারেন না। প্রাণ বাঁচাতে ছুটে চলেন এক জায়গা থেকে অন্য জায়গায়, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে। এই অঞ্চলের অধিকাংশ মানুষের সে-সব অভিজ্ঞতা রয়েছে। তাঁরা কি মানবাধিকার পেয়েছেন, এই প্রশ্ন অমীমাংসিতই।

December 8: To commemorate the World Human Rights Day, social media group ‘Opinion Movers’ has organised an inter-active session at Ashirbad Marriage Hall (near District Library Auditorium) on 10 December, Monday at 6 in the evening. The various facets of human rights violation and allied matters will come up for discussion in this inter-active session.

However, the issue on which the prime discussion will take place is “Human Rights violation in the context of ‘D-voters & Detention camp.” The panelists who will enlighten the gathering with their wisdom includes Taimur Raja Choudhury, Halim Ahmed Choudhury, Kamal chakraborty, Snigdha Nath and Dipankar Ghosh. The session will be compered by Prof. Joydeep Biswas.

Dipak Sengupta, Arabindo Roy, Krishnendu Roy and Kamal Chakraborty on behalf of the social media group ‘Opinion movers’ have requested the kind presence of the people of this valley to this inter-active session. The organisers are of the view that in a time and space, when human rights are blatantly violated by the state machinery in the name of ‘D-voters’ and ‘Detention Camp’, it is pertinent to have a threadbare discussion on these issues and thereby enlighten the masses of their rights.

In this regard, it needs mention that ‘Opinion Movers’ on 3 November had organised one such inter-active session which was attended by a large section of the populace. The identity crisis of the people of Barak Valley in the context of the present political scenario was taken up for discussion. It was a welcome move which was appreciated by all.

The inter-active session to be held on 10 December (Monday) was earlier scheduled to be held ‘Silchar Sangeet Vidyalaya’ at Park Road. However, the organisers have informed that due to reasons best known to the Silchar Sangeet Vidyalaya authority, they refused to provide the said venue at the last moment. As such, now the session will be held at Ashirbad Marriage Hall (near District Library Auditorium) at the same date and time.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker