Barak UpdatesBreaking News

প্রথমবারের মতো শিলচরে শুরু শিশুদের সরকারি শেল্টার হোম
Open shelter home for children starts journey at Silchar

৩০ নভেম্বর : কেন্দ্র সরকারের মহিলা এবং শিশু সুরক্ষা মন্ত্রকের অধীনে শিলচরে প্রথমবারের মতো শুরু হচ্ছে শিশুদের জন্য ওপেন শেল্টার হোম। শহরের পঞ্চায়েত রোড এলাকায় ২৫ শয্যার শেল্টার হোমে শিশুদের থাকা খাওয়া সহ শিক্ষার ব্যবস্থা করা হবে। এটি আসাম সরকারের শিশু সুরক্ষা সোসাইটি (এএসসিপিএস) সহযোগিতায় চলবে এবং শিলচরে এটি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি সামাজিক সংস্থাকে। শনিবার সরকারিভাবে ওপেন শেল্টার হোম ফর বয়েজ-এর জন্য নিযুক্তির প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন পদে প্রার্থী বাছাইয়ে যোগ দেন জেলা প্রশাসনের তরফে সহকারী কমিশনার আইএএস অভিলাষ বার্নওয়াল সহ অন্যরা। আগামী সপ্তাহে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলাশাসক লায়া মাদ্দুরি।

আইএএস অভিলাষ বার্নওয়াল শেল্টার হোম সম্পর্কে বলেন, ‘আমাদের সমাজে অনেক শিশুরা আছে, যাদের সুরক্ষা পরিবার দিতে পারে না এবং অনেকের পরিবার থাকে না। আমাদের জেলায় মহিলা বা বৃদ্ধদের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে নির্যাতিত মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে ওয়ান স্টপ সেন্টার এর মতো সরকারি প্রকল্প। এ বার শিশুদের সুরক্ষায় একটি সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিভাবকহীন শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সেন্টারটি বানানো হয়েছে। তবে কোনও সম্ভ্রান্ত পরিবারের শিশু যদি মনে করে বাড়িতে থাকার মতো তার পরিবেশ নেই সে এখানে এসে দিন কাটাতে পারে।’

তিনি বলেন, ‘একটি শিশু এখানে কতদিন এখানে থাকতে পারবে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে আমরা চাই শিশুর শারীরিক এবং মানসিক সুরক্ষার ক্ষেত্রে এই সেন্টারটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। আপাতত ছেলেদের জন্য প্রতিষ্ঠানটি বানানো হয়েছে, তবে আমরা আশা করছি, ভবিষ্যতে মেয়েদের জন্য এভাবে আরও একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে।

বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব চন্দ শেল্টার হোমটির ব্যাপারে বলেন, কেন্দ্র সরকারের ইন্টিগ্রেটেড চাইল্ড প্রটেকশন স্কিমের (আইসিপিএস) নিবেশ লক্ষ্য প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষার জন্য ওপেন শেল্টার হোম চালু করা হচ্ছে। এটি কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় চলবে। কাছাড় জেলায় আমাদের সংস্থাকে এটি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সংস্থার এক্সিকিউটিভ মেম্বার পূজা দাস জানান, শনিবার সরকারিভাবে বিভিন্ন পদের নিযুক্তির জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। শিলচর শহর তথা বড় প্রকার বিভিন্ন এলাকা থেকে প্রত্যাশীরা এসে পরীক্ষা দিয়েছেন। কাছাড় জেলায় এই প্রকল্পটি প্রথমবারের মতো শুরু হচ্ছে। প্রাথমিকভাবে জেলার ২৫টি শিশুকেও সুরক্ষা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যারা এখানে আসবে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের দিকে সম্পূর্ণ নজর রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker