Barak UpdatesBreaking News
রামকৃষ্ণনগরের জিসি পাল কলেজে অনলাইন কর্মশালাOnline workshop at Ramkrishna Nagar G.C. Paul College
১৭ মে: রামকৃষ্ণনগরের জি.সি. পাল কলেজ অফ এডুকেশনের উদ্যোগে গত ১৬ মে এক দিবসীয় জাতীয় স্তরের অনলাইন কর্মশালার আয়োজন করা হয়। উক্ত সেমিনারের বিষয় ছিল “আইসিটি বেসড টিচিং ডিউরিং প্যানডেমিক”। প্রধান বক্তা ছিলেন রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এনসিআরটি ভুবনেশ্বর এর অধ্যাপক ড. রমাকান্ত মহালিক৷
বর্তমান অতিমারি পরিস্থিতিতে শিক্ষার বাস্তব অবস্থানকে তিনি তুলে ধরেন। আইসিটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। বর্তমান দুঃসময়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত স্তরের শিক্ষকের ভূমিকা এবং আইসিটি নির্ভর শিক্ষণের বিষয়টিকে তিনি সুস্পষ্টরূপে তুলে ধরেছেন। বিভিন্ন প্রকার আইসিটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে এর উপযুক্ত ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন প্রচেষ্টা ও পরিকল্পনার কথাও তিনি বলেছেন।শিক্ষকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের আইসিটি-র প্রতি সচেতনতার দিকটিকে তুলে ধরেছেন তিনি৷
শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন দিক যেমন পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ, পরিচালনা পদ্ধতি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আইসিটির যথোপযুক্ত ব্যবহারের প্রতি তিনি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিনের কর্মশালায় দেশের নানা প্রান্তের নানা শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জন প্রশিক্ষার্থী অংশ নেন। তাঁঁদের অনলাইনে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন জি.সি.পাল কলেজ অফ এডুকেশনের উপাধ্যক্ষা ঋতুপর্ণা পাল রুদ্রগুপ্ত। সেমিনারের উদ্বোধন ঘোষণা করে মূল্যবান বক্তব্য রাখেন কলেজের কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণরঞ্জন পাল৷ কর্মশালাকে সফল করে তুলতে অন্যান্যদের মধ্যে সক্রিয় ছিলেন কো-অর্ডিনেটর শঙ্কর বর্মন, কলেজের অধ্যাপিকা ড.সুতপা দাস ,অধ্যাপিকা সোনালি দেবনাথ এবং অমলেন্দু পাল।