Barak UpdatesCulture
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে স্কুলে-স্কুলে যাচ্ছে বঙ্গসাহিত্যOn the occasion of Rabindra Jayanti, Banga Sahittya to go around various schools
৮ মেঃ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি এ বার ৪দিন ব্যাপী অনুষ্ঠানসূচি গ্রহণ করেছে। অন্য বছরের মতোই রবীন্দ্রজয়ন্তীতে সকাল ৭টায় গান্ধীবাগের সামনে জমায়েত হয়ে দল বেঁধে সবাই যাবেন তারাপুরে। রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করে ফিরে আসবেন গান্ধীবাগে। সেখানে নাচে-গানে-কথায়-কবিতায় কবিপ্রণাম অনুষ্ঠিত হবে।
পাশাপাশি এই বছর বঙ্গ সাহিত্যের পক্ষ থেকে স্কুলে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে জন্য শহরের তিনটি স্কুলকে বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠান হবে শিলচর সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মালুগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং শনিবার রবীন্দ্র সকাল ১১টায় জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে মিশন রোডের বিশ্বেশ্বর পাঠশালায়। বঙ্গসাহিত্য ও সংশ্লিষ্ট স্কুলের ছাত্র-শিক্ষকরা যৌথভাবে ওইসব অনুষ্ঠানে সঙ্গীত-নৃত্য-আবৃত্তি করবেন।
এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বঙ্গসাহিত্যের তরফে কবিপ্রণাম অনুষ্ঠিত হবে বলে সংস্থার শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক সঞ্জীব দেবলস্কর জানিয়েছেন।