Barak Updates
পরিবেশ দিবসের প্রাক্কালে মেগা বৃক্ষরোপণ রোটারি ক্লাবেরOn the face of Environment Day, Rotary Club does mega plantation programme
২ জুনঃ একদিকে সামনেই পরিবেশ দিবস, অন্যদিকে ক্লাব গভর্নরের শিলচর সফর। দুটো বিষয়কে এক জায়গায় এনে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে ৫৩ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হয় l কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি শনিবার আনুষ্ঠানিকভাবে এই কার্যসূচির সূচনা করেন l
তিনি রোটারিয়ান সহ অন্যান্যদের উদ্দেশ্যে গাছগুলিকে নিয়মিত প্রতিপালন করার আহ্বান জানান। মাদ্দুরি বলেন, শুধুমাত্র বৃক্ষরোপণ করে এই ধরনের কর্মসূচির উদ্দেশ্যকে সফল হবে না। এই গাছগুলিকে জল দিয়ে যত্ন করতে হবে। বড় করে তুলতে পারলেই মিলবে এর সার্থকতা। এ দিন বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ সহ বিভিন্ন বিশিষ্টজনের হাতে ১৫০টি দেবদারু গাছের চারা রোপণ করা হয় l
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেবশর্মা, সহকারি কমিশনার নবনীতা হাজরিকা, ডিএফও সানিদেও চৌধুরী , পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পিপি নাথ প্রমুখ। ছিলেন আইবি ওয়াদিয়া, পিনাক নাথ, মূলচাঁদ বৈদ সহ রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সদস্যরা।