Barak UpdatesBreaking News

গান্ধীজয়ন্তীতে গান্ধীবাগ বাঁচানোর দাবিতে বিক্ষোভ
On Gandhi Jayanti, citizens at Silchar unite to save Gandhi Bagh from being a jungle of concrete

২ অক্টোবরঃ গান্ধীজির সঙ্গে স্বচ্ছতার কথা এমনি জড়িয়ে আছে। এর ওপর কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে প্লাস্টিকমুক্ত পরিবেশ গঠনের ডাক। কিন্তু শিলচরে চলছে গান্ধীজির নামাঙ্কিত পার্ককে হোটেল-মল করা। এই অভিযোগে শহরের পরিবেশপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা গান্ধীজয়ন্তীতে বিক্ষোভ দেখান। গান্ধীবাগের সামনে জড়ো হয়ে তাঁরা পরিবেশ বাঁচানোর আহ্বান জানান।

শুরু থেকেই এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সঙ্গে রয়েছে অন্যান্য অনেক সংস্থা-সংগঠন। তাদের কথায়, সবুজ ধ্বংস করে পরিবেশ বিষিয়ে দেওয়ার কাজে হাত দিয়েছে পুরসভা। বিনোদন পার্ক সহ হোটেল-মল হতে পারেই শিলচরে। কিন্তু গান্ধীবাগকে ধ্বংস করে নয়।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে গান্ধীজির চিতাভস্ম শিলচরে এলে সকলের শ্রদ্ধা জানানোর জন্য সাপনালার পাশে খোলা মাঠে রাখা হয়েছিল। সতীন্দ্রমোহন দেব তখন পুরসভার সভাপতি। তিনিই সেখানে দাঁড়িয়ে প্রস্তাবটি দেন, গান্ধীজির নামে একটা মেলা চালু করা হোক। পরে পুরসভা ঘোষণা করে, মেলাটি হবে গান্ধীমেলা আর খোলা মাঠটির নাম রাখা হয় গান্ধীবাগ। গান্ধীমেলা এখনও প্রতি বছর অনুষ্ঠিত হয়। তবে গান্ধীবাগে নয়, এখন হয় দুই স্কুলমাঠ মিলিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker