SportsBreaking News

সিকে নাইডুর প্রথম দিনে মধ্যপ্রদেশ ২০৯/৫
On 1st day of C.K. Naidu, Madhya Pradesh scores 209/5

৩০ নভেম্বরঃ সি কে নাইডু ট্রফির প্রথমদিনে মধ্যপ্রদেশ ২০৯ রান করেছে। বিনিময়ে খোয়াতে হয় ৫টি উইকেট।  অধিনায়ক অজয় রোহেরা ও মিডিল অর্ডার ব্যাটসম্যাস সলমান খানই এ দিন দলকে টেনে নিয়ে যান। শিলচরের সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অসম তাঁদের প্রতিপক্ষ।

পৃথকভাবে উল্লেখ করতে হয় ঘরোয়া দলের ধরনী রাভার কথা। তিনি ঋষভ চৌবেকে মাত্র ৯ রান দিয়ে ঘরে ফেরান। রাভা ৩৬ রানে মোট ৩টি উইকেট নিয়েছেন। অজয় ৬৯ রান করে এখনও ক্রিজে রয়েছেন। অর্জুন  প্যাটেলের ঝুলিতে সাকুল্যে রয়েছে ২ রান। এর আগে ৭৪ রানের ইনিংস খেলে সলমন আউট হন। শনিবার দায়িত্ব অসম দলনেতা অভিষেক ঠাকরির। ৩০০ রানের মধ্যে অতিথিদের আটকানোর কথা ভাবতে হবে তাঁকে।

November 30: On the first day of C.K. Naidu Trophy, Madhya Pradesh scored 209 at the loss of 5 wickets. Skipper Ajay Rohera and middle order batsman Salman Khan steered the team. Madhya Pradesh was playing against Assam at the stadium of District Sports Association (DSA), Silchar.

The performance of Dharani Rabha from Team Assam needs special mention. He took the wicket of Rishov Choube at only 9 runs. Rabha took 3 wickets at the expense of only 36 runs. Arjun Patel could core only 2 runs. Before that, Salman lost his wicket at the score of 74. On Saturday, Assam’s skipper Abhishek Thakuria will have to restrict Madhya Pradesh to 300 runs, if they want to have the last smile in this match.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker